Monday, November 10, 2025

আনিস ছিলেন তৃণমূল সমর্থক! প্রমাণ দিলেন দেবাংশু ভট্টাচার্য

Date:

এসএফআই, আইএসএফ নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন আনিস খান? তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গেই আনিস খানের (Anish Khan) যোগাযোগ ছিল তার প্রমাণ দিলেন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ছাত্রনেতা আনিস খান তাঁর খুব ফেবারিট ছিলেন।

আরও পড়ুন: Ukraine Russia: ‘আপনার বাহিনী ফিরিয়ে আনুন’,রাশিয়াকে আবেদন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে দেবাংশু (Debangshu Bhattacharya) বলেন, “আনিস (Anish Khan) খান তৃণমূল কংগ্রেসের সঙ্গে ও দলের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করত।” এরপর তিনি একটি স্ক্রিনশট দেখান। তাতে লেখা ছিল, “এই বিজেপি আর নয়’ গানের কয়েকটি পংক্তি। আগামিদিনে কঠিন পথ, কে টানবে সুখের রথ। ভারতকে দেখাবে পথ, বাংলার তৃণমূল ছাত্র পরিষদ। এবং যুবক বাঁচে গতি ধাক্কায়, ছাত্র–যুব মমতাময়।”

আরও পড়ুন: আনিস-মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীকে আদালতে পেশ

দেবাংশু দাবি করেন, আনিস খান কোনও এক তৃণমূল কংগ্রেসের নেতাকে মেসেঞ্জারে এই মেসেজগুলি পাঠিয়েছিলেন। আগেই শোনা গিয়েছে, এসএফআই সমর্থক ছিলেন আনিস। আইএসএফ–ঘনিষ্ঠ ছিলেন বলে ইতিমধ্যেই দাবি করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে বিজেপি তাদের দলের সদস্য বলে এখনও দাবি করেনি। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) পুলিশ প্রশাসনকে আনিস-হত্যাকাণ্ডের কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version