Saturday, January 31, 2026

Ukraine Russia:’বাড়িতেই থাকুন,’ নাগরিকদের জন্য বার্তা দিল ভারতীয় দূতাবাস

Date:

Share post:

কৃষ্ণসাগরে বেজে গিয়েছে রণডঙ্কা। ইউক্রেনের আকাশে ঢুকে পড়েছে রুশ সেনা। কিয়েভ, খারকভ-সহ পড়শি দেশটির সামরিক ঘাঁটিগুলিতে লাগাতার বোমাবর্ষণ করছে রুশ বিমানবাহিনী। এহেন যুদ্ধপরিস্থিতিতে আটকে পড়েছে প্রায় ১৮ হাজার ভারতীয়। তাই নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। আপাতত ইউক্রেনের রাজধানী কিয়েভে পাড়ি না দেওয়ার জন্য সে দেশে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Ukraine Russia: ‘আপনার বাহিনী ফিরিয়ে আনুন’,রাশিয়াকে আবেদন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের
নির্দেশিকায় বলা হয়েছে, ‘এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি চূড়ান্ত অস্থির। এই পরিস্থিতিতে যে যেখানে আছেন, সেখানেই থাকুন।’পাশাপাশি এও বলা হয়, ‘যাঁরা কিয়েভের দিকে আসছেন, বিশেষত ইউক্রেনের পশ্চিম প্রান্ত থেকে যারা রাজধানী কিয়েভে পৌঁছনোর চেষ্টা করছেন, তাঁরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, আপাতত সেখানেই ফিরে যান।’

দূতাবাসের তরফে বারবার করে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা ইউক্রেনের পশ্চিম সীমান্ত বরাবর কোনও স্থান বেছে নিন। সেখানে নিজেদের নিরাপদে রাখুন। এর পরবর্তীতে কী নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেটা পরবর্তীকালে জানানো হবে।
উল্লেখ্য ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সে দেশ থেকে ভারতীয়দের ফেরাতে ব্যবস্থা নিতে শুরু করেছিল কেন্দ্র। তবে রাশিয়ার মিসাইল বর্ষণের পরই বিপদ এড়াতে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং অসমারিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।তাই বৃহস্পতিবার ভারতের একটি বিমান মাঝপথ থেকেই ফিরে আসে। তার পরই ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য দূতাবাসের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

এদিকে বর্তমানে ইউক্রেনে যারা আটকে রয়েছেন, তাদের উদ্ধার করার জন্য ইতিমধ্যেই বিকল্প পথের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সরকার। সূত্রের খবর, বিদেশমন্ত্রকে উচ্চ-পর্যায়ের বৈঠক চলছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বিকল্প রাস্তায় উদ্ধার করে আনার পরিকল্পনা করছে।ভারত সরকারের তরফে বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল- ১৮০০১১৮৭৯৭ (টোল ফ্রি), +৯১-১১-২৩০১২১১৩, +৯১-১১ৃ-২৩০৪১০৪, +৯১-১১-২৩০১৭৯০৫।

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...

সিঙ্গুরের জমিতে ফলছে সোনার ফসল, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বস্তিতে কৃষকরা

সিঙ্গুরের জমিতে ফলছে সোনালী ফসল। আর এতেই মুখে হাসি ফুটেছে সিঙ্গুরের(Singure) চাষিদের। সিঙ্গুরের যে সমস্ত জমি অধিগ্রহণ করেছিল...