Saturday, August 23, 2025

শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে দিল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। কৃষ্ণসাগরে বাজল রণডঙ্কা।।আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দিল রাশিয়া। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ? আন্তর্জাতিক মহলের ধারণা অনেকটা সেইরকমই। যার প্রভাব গোটা বিশ্বজুড়েও পড়তে বাধ্য।

আরও পড়ুন:Russia – Eucraine : জল -স্থল থেকে নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া দিচ্ছে মস্কো, উদ্বিগ্ন পশ্চিমী দেশগুলো

রুশ প্রেসিডেন্ট পুতিন এদিন একলাইনের একটি বার্তা দিয়েছেন, আর সে বার্তা হল, সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যারা এই অভিযানে বিরধিতা করবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হল, কোন যুক্তিতে এই যুদ্ধা বা আক্রমণ? রাশিয়ার পক্ষে যুক্তি, পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাশিয়ার এই সিদ্ধান্ত। এদিন পুতিন তাঁর আন্তর্জাতিক বার্তায় ইউক্রেনের সেনাকেও আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন।


বুধবারই ইউক্রেনের বিরোধীরা সরকারিভাবে রাশিয়ার সাহায্য চায়। আর সেই অনুরোধ আসার পরেই রাশিয়া কালক্ষেপ করেনি। যদিও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অনুরোধ জানান, ইউক্রেন আক্রমণ না করার জন্য। কিন্তু পুতিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। আকাশপথ বন্ধ করে দেওয়ার পরেও জেলেনস্কি রাশিয়ার হামলা রুখতে পারলেন না । ইউক্রেনের উপর চাপ বাড়াতে ইতিমধ্যে পুতিন দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছিলেন।সেইসঙ্গে বলেছিলেন, ইউক্রেন আমেরকার হাতের পুতুল এবং দেখার বিষয়। এবং দেখার বিষয় আমেরিকার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে? সেই সম্ভাবনাই প্রবল হচ্ছে। ফলে বিশ্বযুদ্ধের কয়াল দামামা। তার কারণ আমেরিকার সঙ্গে আরও দশটি দেশ ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version