Anis Update: আনিস-মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীকে আদালতে পেশ

আনিস-কাণ্ডে ধৃত দুই পুলিশ কর্মীকে তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে।

দ্রুত চলছে আনিস-মৃত্যুর তদন্ত। মুখ্যমন্ত্রী নির্দেশ সিট (SIT) গঠিত হওয়ার পরেই তৎপর তদন্তকারীরা। ইতিমধ্যেই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার পরে এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer ) ও ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার, তাঁদের উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হয়েছে। দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। সে রাতে কী ঘটেছিল? সে বিষয়ে ধৃতদের থেকে জানতে চাওয়া হবে।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে পুলিশ। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে সেরকম সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

 

Previous articleবিধানসভা অধিবেশন সংক্রান্ত আলোচনায় ফের টুইটে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
Next articleআনিস ছিলেন তৃণমূল সমর্থক! প্রমাণ দিলেন দেবাংশু ভট্টাচার্য