কলকাতার মায়া আর্ট স্পেসে(Maya art space) শনিবার থেকে শুরু হচ্ছে বই প্রকাশ অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী(Photo exhibition)। ২৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যে ছটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে এই প্রদর্শনী। দেবি প্রসাদ মুখোপাধ্যায় এবং ভাস্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী ‘PAREIDOLIA’।
একইসঙ্গে ২৬ ফেব্রুয়ারি মায়া আর্ট স্পেসে প্রকাশিত হচ্ছে দেবিপ্রসাদ মুখোপাধ্যায়ের বই ‘THE STARS ARE HIS BONES’, এবং ভাস্কর মুখোপাধ্যায়ের ‘DAMODAR, A RIVERSCAPE’। আগামী ৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে এই চিত্র প্রদর্শনী। প্রবেশের সময় দুপুর ২টো থেকে রাত্রি ৮টা।