আজ, শুক্রবার বিকেলে ৫টায় শেষ হয়েছে পৌরসভা ভোটের প্রচার। আগামী রবিবার, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। ভোট গ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

পৌরসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। তার জন্য ১০জন আইএএস অফিসারকে ‘সিনিয়র স্পেশাল অবজারভার” নিযুক্ত করল কমিশন। এর আগে ১৬জন স্পেশাল অবজারভার ও ১০৮জন অবজারভার নিযুক্ত করেছিল কমিশন। সিনিয়র স্পেশাল অবজারভাররা শনিবারেই নিজের নিজের জায়গায় দায়িত্ব নিয়ে চলে যাবেন।
