Thursday, November 13, 2025

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ওড়ানোর হুমকি রাশিয়ার, ভারতের কপালে চিন্তার ভাঁজ

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রাশিয়ার(Russia) উপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা(America), এবার তার পাল্টা জবাব দিল রাশিয়া। এক টুইটবার্তায় রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রোশোকসমস-এর ডিরেক্টর জেনারেল দিমিত্রি রোগোজিন(Dmitry Rogozin) আমেরিকাকে স্মরণ করিয়ে দিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের(International Space Station) অরবিট এবং লোকেশন কিন্তু নিয়ন্ত্রিত হয় রুশ ইঞ্জিনের মাধ্যমে। এটা যেন আমেরিকা(America) মাথায় রাখে। যদি এই স্টেশন উড়িয়ে দেওয়া হয়, তার ফল কী হবে, বুঝতে পারছে তো আমেরিকা? বলার অপেক্ষা রাখে না রাশিয়ার এহেন হুঁশিয়ারিতে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এই মহাকাশ স্টেশনের কক্ষপথে পড়ে ভারতও।

এদিন টুইটে আমেরিকাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার তরফে জানানো হয়েছে, আপনারা যদি আমাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার পথ অবরুদ্ধ করে দেন, তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে (ISS) কে রক্ষা করবে? অনিয়ন্ত্রিত অরবিট পরিচালনার কারণে যদি আমেরিকা কিংবা ইউরোপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়ে, তখন কী হবে? তিনি আরও লেখেন, ৫০০ টন ওজনের ওই মহাকাশ স্টেশন ভারত কিংবা চিনের মধ্যেও পড়ে যেতে পারে। রাশিয়া কি ওই দুই দেশকেও হমকি দিচ্ছে? আমেরিকার এটা মনে রাখা উচিত যে, আইএসএস রাশিয়ার উপর দিয়ে চলাচল করে না। ঝুঁকি কিন্তু তাদেরই। আমেকিরা কি সেই ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত?

আরও পড়ুন:মোদির ভুল নীতির জন্য এক মেরুতে পাকিস্তান, চিন ও আমেরিকা: সরব রাহুল

রাশিয়া আমেরিকাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিলেও ভারতের জন্যও যে এই হুঁশিয়ারি অশনিসংকেত তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে রীতিমত উভয়সঙ্কটে ভারত। যুদ্ধ থামাতে ইতিমধ্যেই ভারতকে পাশে চেয়েছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এর মধ্যে আবার আমেরিকাও ভারতকে পাশে চেয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকা (USA) এভাবে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চাওয়ায় ভারত সরকার উভয় সংকটে পড়ে যেতে পারে। কারণ, রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের সম্পর্ক পুরনো। সময়ে-অসময়ে ভারতকে নানাভাবে সাহায্য করে আসছে রাশিয়া। এই পরিস্থিতিতে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাওয়াটা ভারতের পক্ষে চাপের। যদিও গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি। এরইমাঝে রাশিয়ার এহেন হুঁশিয়ারিতে ভারতের কপালেও চিন্তার ভাঁজ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version