Monday, August 25, 2025

সাংবাদিকদের বয়কট করলেন কিং খানের (King Khan)বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। বোন সুহানাকে(Suhana Khan) নিয়ে বিয়েবাড়ির পার্টিতে আরিয়ান কার্যত এড়িয়ে গেলেন মিডিয়াকে (Media)। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই দৃশ্য ক্যামেরাবন্দি হল ফারহান আখতার(Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর বিয়ে পরবর্তী পার্টিতে।

Alia Bhatt: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে অভিনয়ের জন্য ২০ কোটি টাকা নিয়েছেন আলিয়া!

বাদশা পুত্র বেশ কিছু মাস ধরেই মিডিয়াকে এড়িয়ে চলছেন। শুধু তাই নয় আরিয়ান মাদক কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকেই এসআরকে’র (SRK)সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সও আগের থেকে অনেকটা কমে গেছে। সম্প্রতি আইপিএল এর নিলাম টেবিলে আরিয়ানকে দেখা গেছিল।বাবার জায়গায় বোন সুহানাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি কিন্তু সেই নিয়েও মিডিয়ার সামনে সেভাবে কোনও মন্তব্য করেনি খান পরিবারের সদস্যরা। এবার ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ে পরবর্তী পার্টিতে আচমকাই আরিয়ান-সুহানাকে ঘিরে ধরল পাপারাজ্জি। তারপরের ঘটনা মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়(Social Media)।

কী আছে সেই ভিডিয়োতে( Viral Video)? দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমেই কোনওদিকে না তাকিয়ে খানিক হনহন করেই হাঁটা দেন ভাই বোন। প্রথমে সুহানা ও পরে আরিয়ান– দুজনেই চলে যান লিফটে। সুহানার পরনে ছিল কালো রঙের শর্ট ড্রেস। অন্যদিকে আরিয়ান পরেছিলেন নীল রঙের ডেনিম জ্যাকেট ও সাদা টি-শার্ট। পাপারাৎজিকে অভিবাদন করা তো অনেক দূরের কথা, দুজনেই কার্যত এড়িয়ে যান ফ্ল্যাশলাইটের ঝলকানিকে। উল্লেখ্য গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান। ওই ঘটনার জেরে হাজতবাসও করতে হয় তাঁকে। যদিও পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি।এরপর আর খুব একটা দেখা যায়নি তাঁকে। তবে এবার কাজে ফিরছেন বাদশা পুত্র। শোনা যাচ্ছে, বাবার প্রযোজনায় এক ওয়েবসিরিজের(Web series) চিত্রনাট্যকার হতে চলেছেন তিনি। হোম প্রোডাকশন ‘রেড চিলিজ’-এর তরফেই নাকি প্রযোজিত হবে ওই সিরিজ।

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version