ইউক্রেনে আটকে পড়া বঙ্গের বাসিন্দাদের জন্য খোলা হল কন্ট্রোল রুম, রইল নম্বর

ঘোরালো পরিস্থিতি ইউক্রেনের (Ukraine)। রাশিয়া- ইউক্রেন যুদ্ধে (Russia- Ukraine War) ইতিমধ্যেই প্রাণ গিয়েছে শতাধিক মানুষের। প্রায় কুড়ি হাজার পড়ুয়া সহ ভারতীয় আটকে রয়েছেন ইউক্রেনে। ইউক্রেনে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের (West Bengal) পড়ুয়া এবং বাসিন্দারা। এবার তাঁদের সাহায্যর্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কন্ট্রোল রুম (West Bengal Control Room) খোলা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ শেষে হবে দেখা? চোখের জল থামছে না আন্দুল নিবাসী ইউক্রেনের ইরিনার

এক সিনিয়র আইএএস (IAS) অফিসারের অধীনে একটি স্টেট কন্ট্রোল রুম (West Bengal Control Room) খোলা হয়েছে।  ইউক্রেনে (Ukraine) আটকে পড়া পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের এবং বাসিন্দাদের সাহায্য করার জন্য WBCS অফিসারদের দ্বারা পরিচালিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমটি সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত কার্যকর থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪৩৫২৬ এবং ১০৭০।

 

Previous articleAnis Case:আনিস রহস্য মৃত্যু!বিচারকের সামনে আজ অভিযুক্তদের টি আই প্যারেড
Next articleWeather Forecast:পূর্বাভাস মতো জেলায় জেলায় শুরু বৃষ্টি