Wednesday, November 12, 2025

Assembly: বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন ধনকড়! মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল

Date:

মুখ্যমন্ত্রী ফোনের পরেও বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন রাজ্যপাল! বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ফোন করে সেবিষয়ে কথা বলার পরেও বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাইছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) তিনি লেখেন, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

৭ মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে চেয়ে রাজ্য সরকারের পাঠানো প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাজভবন। মন্ত্রিসভার অনুমোদন থাকা পরের প্রস্তাবটি গ্রহণ করেন ধনকড়। কিন্তু তাতে ‘টাইপোগ্রাফিক’ ভুলে ৭ মার্চ বেলা ২টোর (PM) পরিবর্তে রাত ২টো (AM) ছাপা হয়ে যায়। ‘ভুল’ ধরেও রাত ২টোতেই অধিবেশন ডাকে রাজভবন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন রাজ্যপালকে। পরে লিখিত ভাবে ‘টাইপোগ্রাফিক’ ভুলের কথা উল্লেখ করে তা সংশোধনের আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তা সত্ত্বেও রাজভবন জানিয়ে দেয়, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

অনেক সময়েই এমন ছোটখাটো অনেক বিষয় রাজভবন ও সরকারের ফোনালাপেই মিটে যায়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সঙ্গে সংঘাত জিউয়ে রাখতে চাইছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ফোনের পরেও সিদ্ধান্তে অনড় থাকাকে অসৌজন্যতা বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন- ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী হৃদরোগে আক্রান্ত, ওয়ার্ডে স্থগিত ভোট

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version