Tuesday, August 12, 2025

Assembly: বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন ধনকড়! মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল

Date:

মুখ্যমন্ত্রী ফোনের পরেও বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন রাজ্যপাল! বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ফোন করে সেবিষয়ে কথা বলার পরেও বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাইছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) তিনি লেখেন, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

৭ মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে চেয়ে রাজ্য সরকারের পাঠানো প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাজভবন। মন্ত্রিসভার অনুমোদন থাকা পরের প্রস্তাবটি গ্রহণ করেন ধনকড়। কিন্তু তাতে ‘টাইপোগ্রাফিক’ ভুলে ৭ মার্চ বেলা ২টোর (PM) পরিবর্তে রাত ২টো (AM) ছাপা হয়ে যায়। ‘ভুল’ ধরেও রাত ২টোতেই অধিবেশন ডাকে রাজভবন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন রাজ্যপালকে। পরে লিখিত ভাবে ‘টাইপোগ্রাফিক’ ভুলের কথা উল্লেখ করে তা সংশোধনের আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তা সত্ত্বেও রাজভবন জানিয়ে দেয়, সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে সেই অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বরং মন্ত্রিসভার পাঠানো প্রস্তাব অনুযায়ী জারি করা নির্দেশিকা বহাল থাকছে।

অনেক সময়েই এমন ছোটখাটো অনেক বিষয় রাজভবন ও সরকারের ফোনালাপেই মিটে যায়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সঙ্গে সংঘাত জিউয়ে রাখতে চাইছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ফোনের পরেও সিদ্ধান্তে অনড় থাকাকে অসৌজন্যতা বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন- ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী হৃদরোগে আক্রান্ত, ওয়ার্ডে স্থগিত ভোট

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version