Sunday, November 9, 2025

স্বাধীনতা রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাব: ভিডিও বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

Date:

তিনদিক থেকে চক্রব্যূহ তৈরি করে রাশিয়ার(Russia) বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন(Ukraine)। রাজধানী কিভ কার্যত ঘিরে ফেলে লাগাতার চলছে বোমা বর্ষণ। লড়াই অসম হলেও তা জারি রেখেছে ইউক্রেন। এহেন পরিস্থিতির মাঝে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy) জানিয়ে দিলেন দেশের স্বাধীনতা রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।

শুক্রবার রাতে কিভের প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে এক ভিডিও বার্তা দেন জেলেনস্কি। যেখানে তিনি বলেন, “আমরা সকলে এখানে আছি। আমাদের সামরিক বাহিনীও এখানে। আমাদের দেশের নাগরিকরাও এখানে। আমরা সকলে এখানে আমাদের দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করছি। যতক্ষন শরীরে প্রাণ থাকবে এভাবেই দেশের স্বাধীনতা রক্ষা করে যাব। রক্ষকদের গৌরব আমাদের গৌরব।” বলার অপেক্ষা রাখে না যখন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভের উপর হামলা শুরু করেছে, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে জেলেনস্কির এই বার্তা আসলে দেশবাসী ও দেশের সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার উদ্দেশ্যে।

আরও পড়ুন:Wrdhhiman Saha: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানাল বিসিসিআই

উল্লেখ্য, এর আগে ইউক্রেন প্রেসিডেন্টের দেশ ছাড়ার জল্পনা শুরু হওয়ার পর শুক্রবার রাতে আরও এক ভিডিও বার্তা প্রকাশ করেন জেলেনস্কি। যেখানে তিনি জানান, “রাশিয়ার এক নম্বর লক্ষ্য আমিই। দু’নম্বরে রয়েছে আমার পরিবার। রাশিয়া চায় আমাকে শেষ করে আমার দেশকে রাজনৈতিক ভাবে নিঃস্ব করে দিতে। কিন্তু আমি পালাব না। এখানেই থাকব। যেখানে আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে।” এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইউক্রেনের জনতা এবং সে দেশের সেনার কাছে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন। এমনকি, ইউক্রেনের প্রেসিডেন্টের শান্তি আলোচনার প্রস্তাবকেও খারিজ করেছেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, যত দ্রুত সম্ভব জেলেনস্কিকে বন্দি করতে তৎপর রাশিয়া। এই পরিস্থিতিতে পালিয়ে না গিয়ে দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করতে তৈরি ইউক্রেন প্রেসিডেন্ট।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version