Weather forecast : শনিবার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার বৃষ্টিতে ভিজেছে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ । কিন্তু ঝেঁপে বৃষ্টি হবে রবিবার । সোমবার থেকে আবার আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে।

উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleTajmahal Visit : আগামিকাল থেকে তিন দিন বিনামূল্যে তাজমহল দেখতে পারবেন পর্যটকরা
Next articleAccident-Bagmari : সাতসকালে পথদুর্ঘটনা বাগমারিতে, বাইক উল্টে জখম ২