Bidhannagar-Siliguri Board: সম্পূর্ণ গঠিত ২ পুরবোর্ড, প্রকাশিত পদাধিকারীদের তালিকা

বিধাননগর ও শিলিগুড়ি পুরসভার সব পদাধিকারীদের তালিকা প্রকাশ

মেয়র-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের নাম আগেই ঘোষণা হয়েছিল। এবার প্রকাশিত হল বিধাননগর (Bidhannagar) ও শিলিগুড়ি (Siliguri) পুরসভার সম্পূর্ণ তালিকা।

একনজরে বিধাননগর পুরসভার তালিকা:

সব্যসাচী দত্ত – চেয়ারম্যান

কৃষ্ণা চক্রবর্তী – মেয়র

অনিতা মণ্ডল – ডেপুটি মেয়র

দেবরাজ চক্রবর্তী – মেয়র পারিষদ

বাণীব্রত বন্দ্যোপাধ্যায় – মেয়র পারিষদ

তুলসী সিংহরায় – মেয়র পারিষদ

রহিমা বিবি (মণ্ডল) – মেয়র পারিষদ

আরাত্রিকা ভট্টাচার্য – মেয়র পারিষদ

সুজিত মণ্ডল – মেয়র পারিষদ

রাজেশ চিরিমার – মেয়র পারিষদ

বরো চেয়ারম্যানরা হলেন-

শাহনাওয়াজ আলি মণ্ডল – ১ নম্বর বরো

প্রণয় রায় – ২ নম্বর বরো

পিয়ালী সরকার – ৩ নম্বর বরো

মণীশ মুখার্জী – ৪ নম্বর বরো

রঞ্জন পোদ্দার – ৫ নম্বর বরো

মিনু দাস (চক্রবর্তী) – ৬ নম্বর বরো


একনজরে শিলিগুড়ি পুরসভার তালিকা:

রাতুল চক্রবর্তী – চেয়ারম্যান

গৌতম দেব- মেয়র

রঞ্জন সরকার (রানা) – ডেপুটি মেয়র

রামভজন মাহাত – মেয়র পারিষদ

দুলাল দত্ত – মেয়র পারিষদ

কমল আগরওয়াল – মেয়র পারিষদ

মানিক দে – মেয়র পারিষদ

দিলীপ বর্মন – মেয়র পারিষদ

শোভা সুব্বা – মেয়র পারিষদ

রাজেশ প্রসাদ শাহ – মেয়র পারিষদ

সিক্তা দে বসু রায় – মেয়র পারিষদ

শ্রাবণী দত্ত – মেয়র পারিষদ

বরো চেয়ারম্যানরা হলেন-

গার্গী চট্টোপাধ্যায় – ১ নম্বর বরো

মহম্মদ আলম খান – ২ নম্বর বরো

মিলি শীল – ৩ নম্বর বরো

জয়ন্ত সাহা – ৪ নম্বর বরো

স্মৃতিকণা বিশ্বাস – ৫ নম্বর বরো

বিধাননগর, শিলিগুড়ি-সহ চারটি পুরসভাতেই জয়ী তৃণমূল। ফল ঘোষণার পরেই শিলিগুড়ির মেয়রের নাম ঘোষণা করে দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। পরে, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে বাকি তিন পুরসভারও চেয়ারপার্সন, মেয়রের নাম ঘোষিত হয়। এবার দুই পুরসভার সম্পূর্ণ তালিকা প্রকাশিত হল।

আরও পড়ুন- Tripura: আগরতলায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সুদীপ-শক্তি

Previous articleTripura: আগরতলায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সুদীপ-শক্তি
Next articleযুদ্ধের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৩৮৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের