বন্ধ নিয়ে বিজেপির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। রাজ্যের মানুষ বন্ধ প্রত্যাখ্যান করায় মুখ পুড়েছে বিজেপির। আর সেই কারণেই মুখ বাঁচাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলা ১২টায় ব্যর্থ বন্ধ তুলে নিতে বলেন নেতা কর্মীদের। পালটা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বন্ধ তোলা হবে না। যেমন চলছে তেমন চলবে। প্রকাশ্যে বিরোধী দলনেতা আর রাজ্য সভাপতির আকচাআকচি।
আরও পড়ুন: বিজেপির ডাকা বন্ধে কোনও প্রভাব নেই, রাজ্যজুড়ে স্বাভাবিক জনজীবন
নন্দীগ্রামের টেঙ্গুয়ায় গিয়ে শুভেন্দু বলেন, “হঠাত্ করে ডাকা বন্ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।”
পালটা সুকান্ত জানিয়েছেন, ‘‘উনি এমন কোনও কথা আমাকে বলেননি। আমাকে যদি তেমন কোনও আর্জি জানাতেন, তা হলে আলোচনা হত। তবে এখন বন্ধ প্রত্যাহার করা সম্ভব নয়।’’