যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ মাথা গোঁজার ঠাঁই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর। রুশ হামলায় ইতিমধ্যেই পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান ‘AN-225 Mriya’। রাজধানী কিভের কাছে রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় জ্বলে ওঠে বিমানটি। এই বিমানটি ছিল ইউক্রেনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির বিশালকার পণ্যবাহী বিমান।
আরও পড়ুন:রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন, সীমান্তে বেছে বেছে ভারতীয়দের বাধা সেনার
আশির দশকে সোভিয়েত জমানায় তৈরি করা হয়েছিল এই বিমান। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান,কিভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে চলছে জোরদার লড়াই। তখনই রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে হস্টোমেল এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানটি।
ইউক্রেনের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ‘স্বপ্ন’ কখনও ধ্বংস হবে না।”
Ukraine Russia:রুশ হামলায় পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান, ‘স্বপ্ন’ ফের গড়ে উঠবে বিশ্বাস ইউক্রেনের
Date:
Share post: