Wednesday, May 14, 2025

“ছাত্র মেরে ছাত্র প্রেম”, আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির জবাব দিয়ে ফের রাজপথে TMCP

Date:

Share post:

ছাত্রনেতা আরিফ খানের রহস্য মৃত্যুর দ্রুত সমাধান করতে এবং প্রকৃত দোষীদের শাস্তি দিতে ইতিমধ্যেই SIT গঠন করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। SIT-এর তদন্তকারীরা দারুণ তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে চলেছেন। কিন্তু বিরোধীরা বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলো কার্যত নিজেদের প্রচারের আলোয় আনতে রাজনীতি করছে। পথে নেমে মিটিং-মিছিল করছে, কুৎসা করছে। তারই জবাব দিতে এবং রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর তৈরি সিটের উপর ভরসা, বিশ্বাস আস্থা রেখে ফের কলকাতার রাজপথে তৃণমূল ছাত্র পরিষদ।

ছাত্রনেতার প্রকৃত খুনিদের শাস্তি চেয়ে এবং আনিসের মৃত্যু নিয়ে বিরোধীদের বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলির ঘৃণ্য রাজনীতির জবাব দিতে বুধবার মধ্য কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এক বিশাল মিছিল করলো শাসক দলের ছাত্র সংগঠন TMCP. মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্রনেতা সুদীপ রাহা, সার্থক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। মিছিলে একটা সময় পা মিলিয়েছেন উত্তর কলকাতা তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক তাপস রায়।

এদিন তাপস রায় বলেন, “আমিও একটা সময় ছাত্র রাজনীতি করে অনেক লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি। তাই এখনও কুৎসা, অন্যায়ের প্রতিবাদে আমাদের ছাত্রসমাজকে এভাবে পথে নামতে দেখে নস্টালজিক হয়ে পড়েছি।” পাশাপাশি তৃণমূল নেতা তাপস রায় বলেন, আনিস কাণ্ডে মুখ্যমন্ত্রীর তৈরি সিট সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। প্রকৃত দোষীদের শাস্তি হবেই। বিরোধীরা নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে ছাত্রনেতার মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে। কিন্তু মানুষ তার জবাব দেবে। যেমন এদিন ১০৮ পুরসভায় মানুষ জবাব দিয়েছে বিরোধীদের।

প্রসঙ্গত, আমতার বাদিন্দা ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। আনিসের রহস্যমৃত্যুর পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে নেমে নিহত ছাত্রনেতাকে নিজেদের বলে দাবি করে আসছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে প্রতিবাদে-বিক্ষোভে সামিল হয়েছে SFI সহ বামছাত্র-সংগঠনগুলি। এককথায় ছাত্রনেতার মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিট গঠন করে তদন্তের গতি এনেছেন, তারপরও থামছে না ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতি।

তারই প্রতিবাদে গত, সোমবার আনিসকাণ্ডে রাজনীতির অভিযোগ এনে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। একইসঙ্গে সিট গঠন করে তদন্তে গতি আনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং এই মিছিল থেকেই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়। কিন্তু তারপরও কুৎসা অপপ্রচার থামেনি। তবে কুৎসার পাল্টা দিতে তৈরি ছিল তৃণমূল ছাত্র পরিষদও। এদিন মহামিছিল তারই প্রমাণ।

দুদিনের মধ্যে ফের আনিস হত্যা নিয়ে বিরোধীদের ঘৃণ্য রাজনীতি নিয়ে পথে নেমে শাসকদলের ছাত্র সংগঠনের এই মিছিল থেকে স্লোগান উঠল, ‘আনিসের রক্ত, হবে নাকো ব্যর্থ’/ ‘ছাত্র মেরে ছাত্র প্রেম SFI সেম সেম’।

উল্লেখ্য, আনিস রহস্যমৃত্যু সমাধানে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিন পুলিশকর্মী সাসপেন্ড ও দু’জন গ্রেফতার হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। হাইকোর্টও সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়েছে। জানিয়েছে, ছাত্রনেতার মৃত্যুতে তদন্ত করবে রাজ্য সরকারের সিটই। আর মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ছাত্রনেতার রহস্যমৃত্যু নিয়ে ‘রাজনীতি বন্ধ হোক’, দাবি তুলে টিএমসিপি’র পথে নামা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img

Related articles

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...