Sunday, August 24, 2025

তৃণমূল কংগ্রেসের ঝড়ে বিপর্যস্ত বিরোধীরা। তৃণমূলের দখলে (West Bengal Municipal Elections 2022 Result) ১০২ পুরসভা। বিজেপি শূন্য। বামেরা এক। পাহাড়ে নতুন শক্তি হামরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা। চারটি পুরসভায় ত্রিশঙ্কু।

পুরুলিয়ার ঝালদা পুরসভা, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা, এগরা এবং হুগলির চাঁপদানি পুরসভাতে ত্রিশঙ্কু। ঝালদায় মোট ১২টি ওয়ার্ড। সেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে। বাকি ২টিতে নির্দলরা। ফলে এখন নির্দলদের উপর অনেক কিছু নির্ভর করছে। বেলডাঙায় মোট ১৪টি ওয়ার্ড। সেখানে ৭টিতে তৃণমূল কংগ্রেস, ৩টি ওয়ার্ড পেয়েছে বিজেপি। এছাড়া ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। এগরা পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে তৃণমূল কংগ্রেস, ৫টিতে বিজেপি এবং কংগ্রেস, নির্দল একটি করে ওয়ার্ড পেয়েছে। চাঁপদানি পুরসভায় ২২ টো ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১১ টি ওয়ার্ডে, ১০ টি ওয়ার্ডে নির্দল এবং একটি ওয়ার্ড পেয়েছে কংগ্রেস।

আরও পড়ুন-‘অধীরগড়’ হাত-ছাড়া, বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে

অন্যদিকে, যারা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়েছেন এখনও পর্যন্ত দলের সিদ্ধান্ত তাঁদের ফিরিয়ে নেওয়া হবে না। তবে এলাকাভিত্তিক একটা পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু যারা এমনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে শামিল হতে চান, বোর্ড গঠনের ক্ষেত্রে সে বিষয় বিবেচনা করে দেখা হবে। এই ত্রিশঙ্কু পুরসভাগুলি (West Bengal Municipal Elections 2022 Result) শেষ পর্যন্ত সঠিক কোন জায়গায় আসে, কোন জোট বোর্ড গঠন করতে পারে সেটাই এখন দেখার।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version