Friday, August 22, 2025

প্রেমিক প্রেমিকা দুজনেই বিবাহিত, তবু বাড়ির লোকেদের চোখে ধুলো দিয়ে দিব্যি জমে উঠেছিল প্রেম (Love)। কিন্তু বিবাহ বহির্ভূত (Extra Marital affair) এই সম্পর্কেও তৈরি হল জটিলতা আর তার ফলস্বরূপ সন্দেহ শুরু। আর সেই সন্দেহের জেরেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন (Murder)! এমনই অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

Shahrukh-Arian Khan : মাদককাণ্ডে স্বস্তি শাহরুখপুত্রর, আরিয়ানকে ক্লিনচিট এনসিবির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরমেশ্বর হালদার (Parameswar Haldar)নামের ওই ব্যক্তি নিজের প্রেমিকা করুণা গায়েনকে(Karuna Gayen) খুন করার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন। কলকাতায় দিনমজুরের কাজ করেন পরমেশ্বর। একই শহরে কাজ করতেন করুণাও। দুজনের মধ্যে আলাপ পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক। ধীরে ধীরে তার গভীরতা বাড়ে। কিন্তু এরপর প্রেমিকের সন্দেহ বাড়ে ,সম্প্রতি নতুন কোনও সম্পর্কে বুঝি জড়িয়েছেন তাঁর প্রেমিকা, এই ভাবনা থেকেই দুজনের মধ্যে বচসা শুরু। বাড়তে থাকে দূরত্ব আর ঝামেলার শেষ পরিণতি হয় মৃত্যু। শ্বাসরোধ করে পরমেশ্বর তাঁর খুন করেন বলেই অভিযোগ। মঙ্গলবার কুলতলি থানার(Kultali Police Station) ২ নম্বর জালাবেড়িয়া বেনেরহাট এলাকার এই ঘটনায় জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয়দের কাছে করুণাকে নিজের ধর্ম বোন হিসেবে পরিচয় দিতেন পরমেশ্বর। পরমেশ্বরের ১৩ বছরের এক ছেলে আছে, সে তাঁর বাবার প্রেমিকাকে ধর্ম পিসি বলে চিনতেন । ফলে একে অন্যের বাড়িতে ছিল অবাধ যাতায়াত। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে গোটা বিষয়টি স্পষ্ট করেছেন পরমেশ্বর নিজেই। ছেলেকে নিয়ে থানায় গিয়েআত্মসমর্পণ করে তিনি বলেন, প্রেমিকাকে খুন করেছেন। দেহ বাড়িতে পড়ে রয়েছে। পাশ থেকে ছেলেও বলে ওঠে যে তাঁর বাবা ধর্ম পিসিকে খুন করেছেন। এমন স্বীকারোক্তি শুনে রীতিমতো অবাক হয়ে যান ডিউটিরত অফিসার। এরপর অভিযুক্তকে নিয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জালাবেড়িয়া বেনেরহাট এলাকায় গিয়ে পরমেশ্বরের বাড়ি করুণার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর হতবাক স্থানীয়রা।


 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version