Thursday, December 18, 2025

West Bengal : পরকীয়ার জের, সন্দেহের বশে চরম সিদ্ধান্ত নিলেন প্রেমিক

Date:

Share post:

প্রেমিক প্রেমিকা দুজনেই বিবাহিত, তবু বাড়ির লোকেদের চোখে ধুলো দিয়ে দিব্যি জমে উঠেছিল প্রেম (Love)। কিন্তু বিবাহ বহির্ভূত (Extra Marital affair) এই সম্পর্কেও তৈরি হল জটিলতা আর তার ফলস্বরূপ সন্দেহ শুরু। আর সেই সন্দেহের জেরেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন (Murder)! এমনই অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

Shahrukh-Arian Khan : মাদককাণ্ডে স্বস্তি শাহরুখপুত্রর, আরিয়ানকে ক্লিনচিট এনসিবির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরমেশ্বর হালদার (Parameswar Haldar)নামের ওই ব্যক্তি নিজের প্রেমিকা করুণা গায়েনকে(Karuna Gayen) খুন করার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন। কলকাতায় দিনমজুরের কাজ করেন পরমেশ্বর। একই শহরে কাজ করতেন করুণাও। দুজনের মধ্যে আলাপ পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক। ধীরে ধীরে তার গভীরতা বাড়ে। কিন্তু এরপর প্রেমিকের সন্দেহ বাড়ে ,সম্প্রতি নতুন কোনও সম্পর্কে বুঝি জড়িয়েছেন তাঁর প্রেমিকা, এই ভাবনা থেকেই দুজনের মধ্যে বচসা শুরু। বাড়তে থাকে দূরত্ব আর ঝামেলার শেষ পরিণতি হয় মৃত্যু। শ্বাসরোধ করে পরমেশ্বর তাঁর খুন করেন বলেই অভিযোগ। মঙ্গলবার কুলতলি থানার(Kultali Police Station) ২ নম্বর জালাবেড়িয়া বেনেরহাট এলাকার এই ঘটনায় জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয়দের কাছে করুণাকে নিজের ধর্ম বোন হিসেবে পরিচয় দিতেন পরমেশ্বর। পরমেশ্বরের ১৩ বছরের এক ছেলে আছে, সে তাঁর বাবার প্রেমিকাকে ধর্ম পিসি বলে চিনতেন । ফলে একে অন্যের বাড়িতে ছিল অবাধ যাতায়াত। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে গোটা বিষয়টি স্পষ্ট করেছেন পরমেশ্বর নিজেই। ছেলেকে নিয়ে থানায় গিয়েআত্মসমর্পণ করে তিনি বলেন, প্রেমিকাকে খুন করেছেন। দেহ বাড়িতে পড়ে রয়েছে। পাশ থেকে ছেলেও বলে ওঠে যে তাঁর বাবা ধর্ম পিসিকে খুন করেছেন। এমন স্বীকারোক্তি শুনে রীতিমতো অবাক হয়ে যান ডিউটিরত অফিসার। এরপর অভিযুক্তকে নিয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জালাবেড়িয়া বেনেরহাট এলাকায় গিয়ে পরমেশ্বরের বাড়ি করুণার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর হতবাক স্থানীয়রা।


 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...