Saturday, November 8, 2025

Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

Date:

রাজ্য জুড়ে শুধুই সবুজ ঝড়। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল,৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। পুরভোটে (Municipal Election 2022) যখন রেকর্ড গড়ে ফেলল রাজ্যের শাসকদল (TMC), তখন হুগলির শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) একটি বুথে পুনর্নির্বাচন করার (Repoll) সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। ৪ মার্চ ফের ভোট হবে ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে।

বুধবার সকাল থেকে রাজ্যে ১০৭ টি পুরসভার ভোটের গণনা শুরু হয়। শুরু থেকেই প্রায় সমস্ত পুরসভাতেই বিরোধীদের পিছনে ফেলে দেয় রাজ্যের শাসকদল। শুভেন্দু অধিকারীর ওয়ার্ড হোক বা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। উল্লেখ্য পুরভোটের দিন কোথাও ভুয়ো ভোটার, তো কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। আঙুল তোলা হয়েছিল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের পর শ্রীরামপুর পুরসভার একটি বুথে পুর্ননির্বাচন ঘোষণা করা হল। কমিশন সূত্রের খবর, ভোট চলাকালীন শ্রীরামপুর পুরসভার ২ ওয়ার্ডের ৩ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যায়। বহু চেষ্টা করেও ওই ইভিএম কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যন্য বুথে ভোটের নিরিখে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাত্র ২৩৪ ভোটে এগিয়ে। শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। ফলে ৩ নম্বর বুথের ইভিএম ক’টা ভোট পড়েছে, তা জানা না গেলে শাসকদলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা যাবে না, সেকারণেই এই পুনর্নির্বাচন। কমিশন সূত্রে খবর ওইদিন নির্বাচনের পরেই ফল ঘোষণা করা হবে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version