Wednesday, May 14, 2025

বারাণসীতে পরপর দুবার মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ বিজেপির, তীব্র নিন্দা অখিলেশের

Date:

বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে এক দফা বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরা। গঙ্গার ঘাট থেকে বের হওয়ার সময় ফের বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘জয় হিন্দ’ স্লোগান দেন তিনি। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার কড়া নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

বিজেপির এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করে ইতিমধ্যেই টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। টুইটারে তিনি লেখেন, দিদি ও ভাই হাত ধরেছে তাই বিজেপি হাল শোচনীয়। পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয়’ হারের পর এখনো তারা শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কালোপতাকা দেখানো হচ্ছে। এটা বিজেপি সমর্থকদের হতাশার অন্য এক রূপ কারণ তারা জানে উত্তরপ্রদেশেও তারা ওইভাবেই হারবে।” এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও স্লোগান। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ। গঙ্গা আরতি দেখে ফেরার পথে ফের মুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ফের আরেক দফা বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি এহেন ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

 

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version