Wednesday, November 12, 2025

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সহায়তা দেওয়ার আশ্বাস রাশিয়ার

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে ভারত সরকার(India Govt)। ইউক্রেন(Ukraine) ও রাশিয়া(Russia) দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সরকার। ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। বাকিদের উদ্ধারে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য তার ভারতকে আশ্বস্ত করল রাশিয়া। এদিন রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হবে রাশিয়ার তরফে।

এদিন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ(Denis Alipov) জানান, ভারতের তরফ থেকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খারকিভ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য আমরা ভারতীয় আধিকারিকদের সাথে যোগাযোগে রয়েছি। আমরা রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে সেখানে আটকে পড়া সকলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য ভারতের কাছ থেকে অনুরোধ পেয়েছি। আমরা এই অনুরোধটি খতিয়ে দেখছি। শুধু তাই নয় রাশিয়ার রাষ্ট্রদূত আরও জানান, ভারতের সঙ্গে আমরা কৌশলগত অংশীদার। রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। ওয়াকিবহাল মহলের মতে এবার রাশিয়ার মাটি থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ চালাবে ভারত। ইউক্রেন থেকে রাশিয়ান সেনার সাহায্যে তাঁরা রাশিয়ায় পৌঁছবে, এবং সেখান থেকেই তাদের এয়ারলিফট করবে ভারত।

আরও পড়ুন:ইউক্রেনে মৃত্যু হল আরও এক ভারতীয়র, দেহ ফেরানোর আবেদন মৃতের বাবার

শুধু তাই নয়, এই যুদ্ধের জেরে ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তিতেও কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন ডেনিস আলিপভ। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতেও S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র সরবরাহে কোনও বিলম্ব করব না আমরা। উল্লেখ্য, ২০১৮ সালে পুতিনের দিল্লি সফরের সময়ে ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে সাক্ষর করেছিল ভারত। ইতিমধ্যেই চুক্তিমত ইতিমধ্যেই দুটি S-400 এসে পৌছেছে ভারতে। এপ্রিল মাসে আরও ৩ টি এসে পৌঁছনর কথা রয়েছে।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version