Saturday, August 23, 2025

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সহায়তা দেওয়ার আশ্বাস রাশিয়ার

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে ভারত সরকার(India Govt)। ইউক্রেন(Ukraine) ও রাশিয়া(Russia) দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সরকার। ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। বাকিদের উদ্ধারে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য তার ভারতকে আশ্বস্ত করল রাশিয়া। এদিন রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হবে রাশিয়ার তরফে।

এদিন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ(Denis Alipov) জানান, ভারতের তরফ থেকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খারকিভ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য আমরা ভারতীয় আধিকারিকদের সাথে যোগাযোগে রয়েছি। আমরা রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে সেখানে আটকে পড়া সকলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য ভারতের কাছ থেকে অনুরোধ পেয়েছি। আমরা এই অনুরোধটি খতিয়ে দেখছি। শুধু তাই নয় রাশিয়ার রাষ্ট্রদূত আরও জানান, ভারতের সঙ্গে আমরা কৌশলগত অংশীদার। রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। ওয়াকিবহাল মহলের মতে এবার রাশিয়ার মাটি থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ চালাবে ভারত। ইউক্রেন থেকে রাশিয়ান সেনার সাহায্যে তাঁরা রাশিয়ায় পৌঁছবে, এবং সেখান থেকেই তাদের এয়ারলিফট করবে ভারত।

আরও পড়ুন:ইউক্রেনে মৃত্যু হল আরও এক ভারতীয়র, দেহ ফেরানোর আবেদন মৃতের বাবার

শুধু তাই নয়, এই যুদ্ধের জেরে ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তিতেও কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন ডেনিস আলিপভ। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতেও S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র সরবরাহে কোনও বিলম্ব করব না আমরা। উল্লেখ্য, ২০১৮ সালে পুতিনের দিল্লি সফরের সময়ে ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে সাক্ষর করেছিল ভারত। ইতিমধ্যেই চুক্তিমত ইতিমধ্যেই দুটি S-400 এসে পৌছেছে ভারতে। এপ্রিল মাসে আরও ৩ টি এসে পৌঁছনর কথা রয়েছে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version