Wednesday, August 20, 2025

খড়্গপুর তাঁর খাসতালুক, দাবি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই খাসতালুকেও এবার ফিকে গেরুয়া। সবুজ আবিরে ঢাকল রেল-শহর। খড়্গপুরের ৩৫টি আসনের মধ্যে তৃণমূল ২০টি আসনে জয়ী। কংগ্রেস ও বিজেপি ৬টি করে ওয়ার্ডে জয়ী। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। নির্দল পেয়েছে ১টি ওয়ার্ডে।

খড়্গপুর (Khagpur) রেলশহরে মাফিয়া যোগের অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। ২০১৬ সালে প্রথম খড়্গপুর বিধানসভায় থেকে জেতেন দিলীপ ঘোষ। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনেও সেখানে গেরুয়া আধিপত্য ছিল। এ বার পুরবোর্ডে দখল করা কার্যত চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। বিজেপি কিছুটা আত্মবিশ্বাসে ভুগলেও, এক ছটাক জমিও ছাড়তে রাজি ছিল না তৃণমূল। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। রোড-শো করেন মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলেই এই জয় বললে মত তৃণমূল নেতত্বের।

আরও পড়ুন:ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version