Sunday, November 9, 2025

Russia-eucrain : ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা বিদেশ মন্ত্রকের

Date:

যুদ্ধ ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। আর এখনও ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গিয়েছে শুধুমাত্র খারকিভেই এখনও অন্তত চার হাজার ভারতীয় মেডিক্যাল পড়ুয়া আটকে রয়েছেন। তাই রণাঙ্গনে বন্দি ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক । আটকে পড়া পড়ুয়া কিংবা ভারতীয় নাগরিকরা সেখানে কী কী করতে পারবেন এবং পারবেন না তা স্পষ্টভাবে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে :

১) খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোবেন না ।

২) মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৩) ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ মোবাইল থেকে মুছে ফেলতে বলা হয়েছে।

৪) যতটা সম্ভব অ়ডিয়ো ব্যবহার কমাতে কথা বলা হয়েছে।

৫) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, সেখানেই সমস্ত প্রয়োজনীয় কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

৬) ১০ জনকে একটি গোষ্ঠী তৈরি করে তার এক জন ‘কো অর্ডিনেটর’ থাকতে হবে। প্রয়োজনে তিনিই বাইরের দুনিয়ার সঙ্গে কথা বলবেন।

৭) প্রত্যেককে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা ছাত্র। আমরা ভারত থেকে এসেছি। আমরা সংঘর্ষে যুক্ত । দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না। আমাদের সাহায্য করুন ইত্যাদি।

৮) বাঙ্কারগুলোতে ইতিমধ্যেই পানীয় জল ও খাবারের সঙ্কট দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এক বেলা খাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে দেহে যাতে কোনও ভাবেই জলের অভাব না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে।

৯) একটি ব্যাগে পাসপোর্ট, পরিচয়পত্র, জীবনদায়ী ওষুধ, টর্চ রাখতে হবে।

১০) কোন কারণে রাস্তায় বেরোতে হলে হাতে সাদা পতাকা নিয়ে রাস্তার এক ধার দিয়ে হাঁটতে হবে। অকারণে রাস্তা পারাপার না করাই ভালো।

১১) রাস্তায় পড়ে থাকা কোনও ফাটা মর্টার, যুদ্ধের সাঁজোয়া গাড়ি কিংবা সেনাকর্মী বা সেনাবাহিনীর সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।

১২) সেখানে ভারতীয়রা যেন কোন রকম বাগবিতণ্ডা বা বিতর্কে জড়িয়ে না পড়েন । সেনাদের কথা বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশি প্রকাশ না করাই ভালো।

 

 


 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version