Sunday, November 16, 2025

জিডিপি (GDP) বৃদ্ধির হার কমে গেলেও এবার সামরিক খাতে আরও খরচ বাড়ানোর ঘোষণা করল চিন (China)। প্রধানমন্ত্রী লি কেকুয়াং (PM Li Keqiang)  জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা খরচ করা হবে।

শনিবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় সামরিক খাতে ৭.১ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করলেন চিনের (China) প্রধানমন্ত্রী (Li Keqiang)। লাদাখ এবং তাইওয়ান ঘিরে অশান্তির মধ্যে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। উল্লেখ্য, ২০১৯ সালে চিনের সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

আরও পড়ুন: যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

শি জিনপিং সরকারের সামরিক খাতে খরচ বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। যা গত ১০ বছরে সর্বনিম্ন। চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বহু মাত্রায় বেশি ব্যয় করে বলে মত পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (Stockholm International Peace Research Institute) ২০২১ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চিনের সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ওই বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চিন। শীর্ষ স্থানে ছিল আমেরিকা। ওই দেশ প্রায় ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা খরচ করেছিল। তৃতীয় স্থানে ছিল ভারত। ভারত ২০২১ সালে সামরিক খাতে খরচা করেছিল প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version