Monday, May 5, 2025

যে পরিচয় এতদিন তিনি সযত্নে এবং সগর্বে লালন করতেন সেই নামটিই এখন তাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

ধনকুবের আলিশের উসমানভের, বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি। তাঁর আরেকটি পরিচয় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আর ওই ধনকুবেরের খোঁজ পাওয়া যাচ্ছে না । শোনা গিয়েছে তিনি তাঁর সম্পত্তি বেনামে বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু কেন এমন করতে হচ্ছে?

বিশ্বের একাধিক দেশে এই ধনকুবের সম্পত্তি ছড়িয়ে রয়েছে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন দেশ নানা দিক থেকে নিষেধাজ্ঞা চাপিয়েছে তার ফলে প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ বলে পরিচিত কেউই কোথাও তাদের সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না ।

শোনা গিয়েছে ক্রোক করা হতে পারে উসমানভের বিপুল সম্পত্তি। তাই বেনামে লন্ডনের প্রায় ৫০৬ কোটির একটি প্রাসাদ বিক্রির চেষ্টায় রয়েছেন তিনি। প্রাসাদটির দাম প্রায় পাঁচ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৫০৫ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৬৮০ টাকা।

বিভিন্ন ধাতব খনির মালিকানা, মোবাইল ফোন, সংবাদমাধ্যম-সহ একাধিক ব্যবসা এবং নানা ক্ষেত্রে বিনিয়োগ করে ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। শোনা যায়, তাঁর সম্পত্তির পরিমাণ এক হাজার ৪০০ কোটি পাউন্ড। তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থা গাজপ্রমের অধীনস্থ গাজপ্রম ইনভেস্ট হোল্ডিংও। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার মালিক উসমানভ।

 

কিন্তু এই বিপুল সম্পত্তির মালিক এখন কার্যত ফেরার । প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠতা মে এইভাবে বিপদে ফেলবে তা তিনি বোধহয় স্বপ্নেও ভাবেননি ।

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version