Tuesday, November 4, 2025

শেন ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা

Date:

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নের ( Shane Warne)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা।

থাইল্যান্ড পুলিসের তরফে জানানো হয়, কোহ সামুইয়ে নিজের ভিলায় তিন বন্ধুর সঙ্গে ছিলেন ওয়ার্ন। শুক্রবার নৈশভোজের জন্য তাঁকে আসতে না দেখে তাঁর ঘরে যান এক বন্ধু। সেখানে গিয়ে তিনি দেখেন যে অচৈতন্য অবস্থায় ঘরে পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডেকে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন তিনি। ডাকা হয় অ্যাম্বুল্যান্সও। এরপর দ্রুত সেখানে পৌঁছায় একটি এমার্জেন্সি রেসপন্স টিম। আবারও ১০ থেকে ২০ মিনিট ধরে ওয়ার্নকে সিপিআর দেওয়া হয়। এরপর থাই আন্তর্জাতিক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ওয়ার্নের ভিলায়। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালের। আবারও পাঁচ মিনিটের জন্য সিপিআর দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তারা।

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তাঁরা থাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ ফিরিয়ে আনার ব‍্যবস্থা করা হচ্ছে অস্ট্রেলিয়া। তার পরই ওয়ার্নের শেষকৃত‍্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

আরও পড়ুন:শেন ওয়ার্নের মৃত্যুতে আবেগঘন পোস্ট সৌরভ-মুরলীধরনের

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version