শেন ওয়ার্নের মৃত্যুতে আবেগঘন পোস্ট সৌরভ-মুরলীধরনের

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নারের । মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নারের ( Shane Warne)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। শোকপ্রকাশ বিসিসিআই সভাপতি ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), শ্রীলঙ্কার (Srilanka) প্রাক্তন ক্রিকেটার মুত্তিয়া মুরলীধরন (Muttiah Muralitharan)।

শেন ওয়ার্নের মৃত্যুর খবর পেয়েই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” ভাবতেই পারছি না। ক্রিকেটের অন্যতম সেরা ওয়ার্ন। জীবন সত্যিই খুব অনিশ্চিত। তাই সবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। কোনও রকমের অবহেলা উচিত নয়।”

একসময় দু’জনের মধ্যে সেরার লড়াই ছিল সমানে সমানে। কে স্পিনের জাদুকর, কে বিশ্বের সেরা স্পিনার, তা নিয়ে তর্কের শেষ নেই। তবে ব্যক্তিগত জীবনে ওয়ার্নার এবং মুরলীধরন ছিলেন ভালো বন্ধু। একে অপরকে শ্রদ্ধা করতেন। সেই বন্ধু যে এত তাড়াতাড়ি চলে যাবেন তা ভাবতেও পারছেন না শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার। তাই তো টুইটারে ঝড়ে পড়ল তাঁর দুঃখ। মুরলীধরন টুইটারে লেখেন,” আমি হতভম্ব। কী বলব কিছুই বুঝতে পারছি না। ওয়ার্ন খুব ভাল বন্ধু ছিল।  একজন কিংবদন্তি। ইতিহাসের অন্যতম সেরা হিসেবে মনে রাখা হবে ওকে। ওর মৃত্যুর বয়স হয়নি। যখনই দেখা হয়েছে ওকে খুব তরতাজা লেগেছে। এত তাড়াতাড়ি যাওয়ার কী ছিল। ক্রিকেট বিশ্বের কাছে খুব বড় ক্ষতি এটা।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য

 

Previous articleWest Bengal: মাধ্যমিকের প্রশ্নপত্র “ফাঁস” রুখতে একাধিক পদক্ষেপের ভাবনায় পর্ষদ
Next articleUkraine Update: ইউক্রেন থেকে কালিয়াচকে: ঘরের ছেলে ফেরায় স্বস্তিতে পরিবার