কয়েক মুহূর্ত তাঁকে দেখতে পেলেন দর্শক আর তাঁতেই রেকর্ড। মুক্তি পেল ‘টাইগার থ্রি’র (Tiger 3) টিজার আবারও ভাইজানকে (Salman Khan)নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তাঁর ফ্যানেরা। একেই বলে এক ঝলকেই বাজিমাত! সম্প্রতি কিং খানের আগামি ছবি ‘পাঠান’ (Pathan) এর ঝলক সামনে আসে। যদিও বলিউড বাদশার মুখ তাতে অস্পষ্ট। কিন্তু ‘টাইগার’ (Tiger)সলমান কোনও আড়াল রাখতে চাননি। ছেনা স্টাইলেই ধরা দিয়েছেন তিনি তাঁর প্রিয় ক্যাট (Katrina Kaif) এর সঙ্গে।

খান জমানা কি আবার ফিরে এল? প্রথমে বলিউডের কিং, আর তারপর বলিউডের টাইগার। কোভিড কাটিয়ে ফুরফুরে মেজাজে বলিউড। প্রায় ১০০ কোটির দরজায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ‘(Gangubai Kathiawadi),হল ভর্তি দর্শক বুঝিয়ে দিয়েছেন আবারও বিনোদন চায় জনগণ। আর এই সিনে আবহে টাইগার অবতারে সলমন তুললেন ঝড়। কয়েক সেকেন্ডের টিজারে সলমন(Salman Khan) বুঝিয়ে দিলেন, বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করতে একেবারে তৈরি তিনি। আর ভাইজান যখন ক্যাটরিনাকে নিয়ে জুটি বাঁধেন তখন প্রত্যাশাও দ্বিগুন বেড়ে যায়। কাইফ, তখন তো পর্দায় ম্যাজিক চলবেই।
নৃশংস! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলে, পুত্রবধূর বিরুদ্ধে

শুক্রবার টুইটারে সলমন শেয়ার করলেন ‘ টাইগার থ্রি’ছবির টিজার। যেখানে ক্যাটরিনা দেখা গেল একেবারে অ্যাকশনলুকে। একাই মারপিটের দায়িত্ব সামলাচ্ছেন ক্যাটরিনা আর চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সলমন! চাদর সরাতেই দেখা গেল সলমনের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা(SAlman- Katrina) জুটির ‘এক থা টাইগার ‘এর পাঁচ বছর পর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সলমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট। ২১ এপ্রিল, ইদের মরশুমেই মুক্তি পাবে সলমনের ‘টাইগার থ্রি’ (tiger 3)।
