Thursday, November 13, 2025

Jadeja: মোহালিতে ঝলসে উঠল জাদেজার ব‍্যাট, শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জাড্ডুর

Date:

শনিবার ভারত-শ্রীলঙ্কার ( India-Srilanka) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঝলসে উঠল স‍্যার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব‍্যাট। তাঁর ব‍্যাটে ভর করেই স্কোরবোর্ডে পাহার রান তুলল টিম ইন্ডিয়া। ১৭৫ রানে অপরাজিত জাড্ডু। দ্বিশতরান থেকে মাত্র ২৫ রান দূরে জাদেজা। তখনই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  জাদেজার এই  ঝড়ো ইনিংসের পরই প্রয়াত প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন জাদেজা।

আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক  ছিলেন শেন ওয়ার্ন। পরে দলকে কোচিংও করিয়েছেন তিনি। সেই দলেরই সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম দেখাতেই প্রাক্তন অস্ট্রেলীয় লেগ স্পিনারের চোখে পড়ে যান জাড্ডু। বল এবং ব্যাট হাতে জাদেজার দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন ওয়ার্ন। তিনিই জাদেজাকে ভালোবেসে নাম দেন ‘রকস্টার’ বলে। তারপর থেকে ওয়ার্নের সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে জাদেজার।

এদিকে ২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে যখন দাপুটে ব্যাটিং করছিলেন জাদেজা, সেই সময়ে হঠাৎই ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় বিতর্কে ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৫ রান বাকি ছিল জাদেজার দ্বিশতরানের জন্য, এছাড়াও সময়ও বাকি ছিল অনেক। কিন্তু ঠিক কি কারণে হঠাৎ করে এমন সময়ে ডিক্লেয়ার দেওয়া হল, সে নিয়ে প্রশ্ন তুলল ক্রিকেট বিশ্ব।

আর এই নিয়ে রোহিত শর্মার থেকে বেশি সমালোচিত হচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। আসলে, এই ঘটনাটির সঙ্গে ক্রিকেট বিশ্ব মিল পাচ্ছে ২০০৪ সালের মুলতান টেস্টের। সেই ম্যাচে ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন তেন্ডুলকর, কিন্তু সেই সময়েই ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন স্ট্যান্ডবাই অধিনায়ক রাহুল দ্রাবিড়। যা নিয়ে আজও বিতর্ক চরমে।

আরও পড়ুন:শেন ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version