Saturday, November 8, 2025

যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

Date:

যে পরিচয় এতদিন তিনি সযত্নে এবং সগর্বে লালন করতেন সেই নামটিই এখন তাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

ধনকুবের আলিশের উসমানভের, বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি। তাঁর আরেকটি পরিচয় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আর ওই ধনকুবেরের খোঁজ পাওয়া যাচ্ছে না । শোনা গিয়েছে তিনি তাঁর সম্পত্তি বেনামে বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু কেন এমন করতে হচ্ছে?

বিশ্বের একাধিক দেশে এই ধনকুবের সম্পত্তি ছড়িয়ে রয়েছে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন দেশ নানা দিক থেকে নিষেধাজ্ঞা চাপিয়েছে তার ফলে প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ বলে পরিচিত কেউই কোথাও তাদের সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না ।

শোনা গিয়েছে ক্রোক করা হতে পারে উসমানভের বিপুল সম্পত্তি। তাই বেনামে লন্ডনের প্রায় ৫০৬ কোটির একটি প্রাসাদ বিক্রির চেষ্টায় রয়েছেন তিনি। প্রাসাদটির দাম প্রায় পাঁচ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৫০৫ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৬৮০ টাকা।

বিভিন্ন ধাতব খনির মালিকানা, মোবাইল ফোন, সংবাদমাধ্যম-সহ একাধিক ব্যবসা এবং নানা ক্ষেত্রে বিনিয়োগ করে ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। শোনা যায়, তাঁর সম্পত্তির পরিমাণ এক হাজার ৪০০ কোটি পাউন্ড। তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থা গাজপ্রমের অধীনস্থ গাজপ্রম ইনভেস্ট হোল্ডিংও। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার মালিক উসমানভ।

 

কিন্তু এই বিপুল সম্পত্তির মালিক এখন কার্যত ফেরার । প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠতা মে এইভাবে বিপদে ফেলবে তা তিনি বোধহয় স্বপ্নেও ভাবেননি ।

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version