Sunday, August 24, 2025

নৃশংস! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলে, পুত্রবধূর বিরুদ্ধে

Date:

নৃশংস! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের ২৫নং ওয়ার্ডের খাদিমপুর বটতলা এলাকায়।

রাস্তায় বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পূত্রবধূর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার বাসিন্দা বৃদ্ধা সুভদ্রা রায়ের (Subhadra Roy) ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত তার ছেলে এবং পুত্রবধূ। শুধু তাই নয়, পুত্রবধূ তার শাশুড়িকে ঠিকমত খাবার না দেওয়ারও অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেয় না হাইকমান্ড: দলের মনোভাবে ক্ষুব্ধ অধীরদের নালিশ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে সুভদ্রা রায়ের ছেলে এবং পুত্রবধূ তাঁকে পুড়িয়ে মারে। সকাল হতেই দগ্ধ দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police Station)। এরপর তাঁরা ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এরপর শনিবার ওই বৃদ্ধার ছেলে এবং পুত্রবধু এলাকায় আসলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রেখে বালুরঘাট থানায় খবর দেয়। পুলিশ মৃত বৃদ্ধার ছেলে এবং পুত্রবধূকে আটক করে থানায় নিয়ে যায়।

২৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বাবলু বিশ্বাস ও প্রতিবেশী মামনি দাস-এর বক্তব্য, ওই বৃদ্ধার ছেলে এবং পুত্রবধূ দীর্ঘদিন ধরে বৃদ্ধার ওপরে অত্যাচার চালাত। পুলিশ ছেলে এবং পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, ছেলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন মা। তাই তাঁকে খুন করেছেন ছেলে আর তাঁর বউ। পুলিশ সূত্রে খবর, মৃতার আরও এক ছেলে শঙ্কর রায়কে খবর দেওয়া হয়েছে। তিনি শিলিগুড়িতে থাকেন।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version