Monday, May 19, 2025

Russia-Ukraine War: ইউরোপে বড় সাইবার হামলার আশঙ্কা, সমস্যায় ইন্টারনেট ব্যবহারকারীরা

Date:

ইউক্রেনে-রাশিয়ার বাড়তে থাকা সেনা গতিবিধির মাঝে ইউরোপে বড়সড় সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সাইবার হামলার জেরে বিশ্বের একাধিক দেশের হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। সেনা ও সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, রুশ ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে বিশ্বে শুরু হতে পারে সাইবার হামলা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রের খবর, ইউরোপের হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতি সমস্যার মুখে পড়েছেন। এই ঘটনা কোন সাইবার হামলার জেরেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ফ্রান্সে, নর্ডনেট নামক এক সংস্থার প্রদত্ত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা গত ২৪ ফেব্রুয়ারি সমস্যার মুখে পড়ে। সেই ঘটনার পিছনেও সাইবার হামলা ছিল বলে মনে করা হচ্ছে। যার জেরে প্রায় ৯ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বিগবুল নামের এক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা জানায়, গত শুক্রবার বিগবুলের ইউরোপ, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইটালি ও পোল্যান্ডের প্রায় ৪০ হাজারের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে করতে অসুবিধায় পাড়েন। মার্কিন সংস্থা বাওসেট বুধবার জানায়, সাইবার হামলার জের ইউরোপের ইউক্রেন সহ বেশ কিছু জায়গায় আংশিক গ্রুপের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

জার্মানি ও মধ্য ইউরোপের আউটেজের কারণে প্রায় ৫৮ হাজার উইং টার্বাইন অফলাইন হয়ে যায়। জানানো হয়েছে, এই সমস্যা শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি থেকে। স্বাভাবিকভাবেই একের পর এক ধরনের ঘটনা সংকেত দিচ্ছে বিশ্বজুড়ে বড়সড় সাইবার হামলার সম্ভাবনাকে।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version