Tuesday, August 12, 2025

যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সকাল ১১.৩০ নাগাদ রাশিয়ার পক্ষ থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে । মস্কোর তরফে জানানো হয়েছেএকটি সেফ করিডোর করে দেওয়া হচ্ছে । সেখান দিয়ে যাতে ইউক্রেনের বাসিন্দারা নিরাপদে বেরিয়ে যেতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। মারিউপল ও ভলনোখা দিয়ে হিউম্যান করিডোর করা হচ্ছে যাতে এই জোন দিয়ে ইউক্রেনের সাধারণ নাগরিক এবং বিদেশিরা নিশ্চিন্তে দেশ থেকে বেরিয়ে যেতে পারেন।

 

কিন্তু প্রশ্ন হল হঠাৎ যুদ্ধের দশম দিনে রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিল ? মনে করা হচ্ছে ন্যাটো, জি ৭ গোষ্ঠী এবং আন্তর্জাতিক মহলের প্রবল চাপের কাছে অবশেষে মাথা নত করতে বাধ্য হল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতই নিজের জেদ ধরে রাখার দাবি করুন না কেন আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ আশায় তিনি যে এবার সুর নরম করতে শুরু করেছেন তা এদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্তে স্পষ্ট।

এদিনই রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনের সঙ্গে তারা সরাসরি বৈঠকে বসতে রাজি। যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চালাতে রাজি মস্কো । কিন্তু শর্ত রাখা হয়েছিল যে সুরক্ষা সংক্রান্ত রাশিয়ার সবকটি দাবি ইউক্রেনকে মেনে নিতে হবে। স্বাভাবিকভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি মেনে নিতে চাননি । তবুও জেলেনস্কি বারবার রাশিয়ার কাছে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছিলেন। আর রাশিয়ার এই একরোখা মনোভাবের স্বভাবতই অত্যন্ত বিরক্ত আমেরিকাসহ জি৭ গোষ্ঠীর রাষ্ট্রনায়করা । আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে , চাপে পড়ে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হল রাশিয়া।

 

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version