Sunday, May 4, 2025

CPIM: কলকাতা জেলা সম্মেলনের শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি, কী বললেন সূর্যকান্ত!

Date:

শেষ হল সিপিআইএম-এর (CPIM) কলকাতা জেলা সম্মেলন। প্রতিদিনই কিছু না কিছু চমক ছিল। তবে, শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানান তৃণমূল-বিজেপির (TMC-BJP) মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দল।

রাজ্য সম্মেলনের প্রথমদিন থেকেই জোট নিয়ে প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য নেতৃত্বকে। জোটের বর্তমান ও ভবিষ্যত নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, সওয়াল করা হয় দলের একা চলার পক্ষে। এই পরিস্থিতিতে শনিবার, রাজ্য সম্পাদক স্বীকার করেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যেভাবে প্রচার হওয়ার দরকার ছিল তা করা হয়নি। এই প্রথম বাংলার কোনও নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয় বলেও মন্তব্য করেন সূর্যকান্ত। কিন্তু সেই জায়গায় আঘাত করে বিজেপি বিরুদ্ধে প্রচারে ঝাঁঝ বাড়াতে পারেনি সিপিআইএম। তৃণমূলকে তো রোখাই যায়নি। বিজেপিকেও আটকাতে পারেনি দল। এই ব্যর্থতা স্বীকার করেন সূর্যকান্ত মিশ্র।

একই সঙ্গে সংযুক্ত মোর্চা নিয়ে সূর্যকান্তের মত, এটি চূড়ান্ত অসফল। মানুষের কাছে ওই জোট কোনও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। ভবিষ্যতে জোট হলে অবশ্যই নীচুতলার নেতৃত্বের মতামত নিয়েই করা হবে বলে আশ্বাস দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

কলকাতা জেলার সম্পাদক হিসেবে থাকছেন কল্লোল মজুমদার। তবে, বয়সের কারণে সরে যাচ্ছেন বিমান বসু-সহ অন্যান্যরা। বয়স নিয়ে কোনও নমনীয়তা দেখানো হবে না বলে জানান সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি মোট ৬৫ জনের কমিটি গঠিত হয়; যার মধ্যে ১৩ জন নতুন। বেশ কয়েকজন রেড ভলান্টিয়ারকেও নতুন কমিটিতে আনা হয়।

আরও পড়ুন:Assembly: বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, সিদ্ধান্ত সোমবার: মন্তব্য অধ্যক্ষর

 

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version