Friday, November 14, 2025

Assembly: বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, সিদ্ধান্ত সোমবার: মন্তব্য অধ্যক্ষর

Date:

বিধানসভায় বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চেয়ে অধ্যক্ষকে তলব করলেন রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার, দুপুর দুটোয় বিধানসভায় বাজেট (Budget) অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের সরাসরি সম্প্রচার চান তিনি। এই বিষয়ে আলোচনা করতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Benarjee) ডেকে পাঠান রাজ্যপাল। টুইট করে নিজেই সেকথা জানান তিনি। তবে, এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো সম্ভব নয় বলে বৈঠক শেষে জানান বিমান বন্দ্যোপাধ্যায়।

আগের বার তাঁর ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন রাজ্যপাল। এদিন, সেই বিষয় নিয়েই স্পিকারকে ডেকে পাঠান তিনি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভা অধিবেশন শুরুর বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সোমবার ধনকড়ের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হবে। তবে, তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার হবে কি তা এখনই বলা সম্ভব নয়। সোমবারই তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান স্পিকার।

সব বিষয়ে নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেন রাজ্যপাল। বিধানসভার অভিবেশন ডাকা নিয়েও একপ্রস্থ জলঘোলা হয়। একটি টাইপোকে ইস্যু করে বিস্তর টানাপোড়েন করেন ধনকড়। এবার আবার ভাষণ নিয়ে তিনি কী ইস্যু তোলেন সেটাই দেখার।

আরও পড়ুন:Kolkata Book Fair 2022 :কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুব !

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version