Monday, May 5, 2025

Kolkata Book Fair 2022 :কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুব !

Date:

Share post:

বই(Book) এর সাথে পথ চলা শুরু হয়ে গেছে। ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে(45th International Kolkata Book Fair)  ঘিরে বইপ্রেমী(Book Lovers) মানুষের উন্মাদনা তুঙ্গে। আগেই সেন্ট্রাল পার্ক এর নাম বইমেলার নামে রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী(CM), যেমন কথা তেমন কাজ। কলকাতা বইমেলা ইতিমধ্যেই তার স্থায়ী প্রাঙ্গণ পেয়ে গেছে। ফের সুখবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে এবছর কলকাতা বইমেলায়( Kolkata Book Fair) অংশগ্রহণকারী সব স্টলের ট্রেড লাইসেন্স (Trade License) ফি মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার(West Bengal Government)।

উল্লেখ্য করোনার(Corona) কারণে গত বছর কলকাতা বইমেলা হয়নি, কিছুটা নিরাশ হয়েছিলেন বইপ্রেমী মানুষেরা। এবার তাই প্রথম দিন থেকেই ভিড় জমতে শুরু করেছে, এককথায় বলা যায় জমে উঠেছে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। তার মধ্যেই বইমেলায় অংশ নেওয়া সমস্ত প্রকাশকদের জন্য সুখবর। এর মধ্যে রয়েছে লিটল ম্যাগাজিন স্টলগুলিও। গত সোমবার মুখ্যমন্ত্রীর ৪৫ তম কলকাতা বইমেলার উদ্বোধন করেন। এবছরের বইমেলায় মোট ৬০০টি স্টল রয়েছে, লিটল ম্যাগাজিনের স্টল ২০০টি। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। গত বছর মেলা না হওয়ায় যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় সব প্রকাশকই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশে যেন স্বস্তি পেলেন প্রকাশকরা। অনেকেই আছেন যাঁরা ইতিমধ্যেই ট্রেড লাইসেন্স ফি দিয়েছেন, সেক্ষেত্রে তাঁদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় প্রায় ১ মাস পিছিয়ে বইমেলা শুরু হলেও সপ্তাহান্তে ভিড় চোখে পড়ার মতো। গতকাল অর্থাৎ শনিবারের পর আজ রবিবার সকাল থেকেই বইপ্রেমী মানুষের উপস্থিতির জেরে জমজমাট কলকাতা বইমেলা। দুপুর গড়িয়ে রোদের তেজ একটু কমতেই ভিড় বাড়তে থাকে বইমেলায়। পরিস্থিতি সামাল দিতে ছোট-বড় বহু স্টলেই রীতিমতো লাইন করে লোককে ঢোকাতে হচ্ছে। ছোটদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা ও আরও নানা চমক। আগামি রবিবার অর্থাৎ ১৩ মার্চ পর্যন্ত চলবে বইমেলা।

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...