Sunday, November 2, 2025

Kolkata: ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার, অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে জালিয়াতির অভিযোগ !

Date:

ফের শিরোনামে ভুয়ো ডাক্তার, শহর কলকাতার(Kolkata) পাশাপাশি জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল চিকিৎসার(Treatment) নামে লোক ঠকানোর ব্যবসা। দীর্ঘদিন ধরে এক চিকিৎসকের (Doctor) নাম এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নকল করে ভুয়ো(fraud) চিকিৎসা চালাচ্ছিলেন শুভ নাথ ও রাজীব সরকার নামের দুই ব্যক্তি। অবশেষে ধরা পড়লেন পুলিশের(Police) জালে। সল্টলেক(Saltlake) ও বাঁশদ্রোণি (Bansdroni) থেকে তাদের গ্রেফতার হয়েছে বলেছে  পুলিশ সূত্রে খবর।

           

ফের ভুয়ো কারবারির বাড়বাড়ন্ত মহানগরীর বুকে। এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার। ধৃতরা টালিগঞ্জ আর বিধাননগরের বাসিন্দা। সূত্রের খবর প্রায় এক মাস আগে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar)থানায় অভিষেক নাহার নামের এক চিকিৎসক(অ্যানাস্থেশিস্ট) অভিযোগ দায়ের করেন যে, তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কেউ চিকিৎসা করছেন। অবিলম্বে ওই প্রতারককে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। পুলিশকে তিনি জানানা যে তাঁর নাম, রেজিস্ট্রেশন নম্বর (registration Number), প্যাড ব্যবহার করে জনৈক ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছেন, ভুয়ো চিকিৎসা করছেন। এরপরই তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রাজীব সরকার,তিনি কম্পাউন্ডার হিসেবে ভুয়ো কাজকর্ম হিসাবে ভুয়ো কর্ম করতেন বলে জানা যায় এবং অপরজন হলেন শুভ নাথ। এদের মধ্যে দ্বিতীয় জনের ভূমিকা ছিল চিকিৎসকের। সূত্র মারফত জানা যায় তাঁরা যে শুধু কলকাতায় তাঁরা ফাঁদ পেতে ছিলেন তা নয়, পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, ঘাটাল, ঝাড়গ্রাম-সহ নানা জেলায় ঘুরে ঘুরে ভুয়ো চিকিৎসা চালাতেন এই দু’জন। সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour)ডাক্তার অভিষেক নাহারের নাম, রেজিস্ট্রেশন ব্যবহার করে নার্সিংহোম খোলার তোড়জোড় করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়েন শুভ নাথ ও রাজীব সরকার।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version