রাশিয়াতে চাপে রাখতে এবার সরাসরি ইউক্রেনের পাশে এসে দাঁড়াল আমেরিকা । সেইসঙ্গে পোল্যান্ডও। টানা ১১ দিন ধরে ইউক্রেনের ওপর আক্রমণ চালাচ্ছে রাশিয়া । যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না । এ অবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে গেলে রসদ চাই। চাই অস্ত্র, যুদ্ধবিমান । তাই রবিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট সাহায্য প্রার্থনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে । জানা গিয়েছে দুই রাষ্ট্রনায়কের মধ্যে এ বিষয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে । আমেরিকা ইউক্রেনকে সব রকম ভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পাঠানো হচ্ছে সমরাস্ত্র , প্রয়োজনীয় ত্রাণ এবং যুদ্ধবিমান। সেইসঙ্গে আমেরিকা পোল্যান্ডের রাষ্ট্রনায়ককে অনুরোধ করেছে।
হোয়াইট হাউসের অনুরোধে পোল্যান্ড যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াতে রাজি হয়েছে। পাশাপাশি ইউক্রেনের মিত্র দেশগুলির সঙ্গে তারাও আলাদা করে কথা বলছে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই যুদ্ধবিমান পাঠানো শুরু হতে চলেছে ইউক্রেনে।