Russia-Eucraine war : রবিবার সকালেই ২১০ পড়ুয়াকে নিয়ে দিল্লি ফিরল ভারতীয় বিমান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই । রবিবার ১২ দিনে পড়ল যুদ্ধ । এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২১০ মেডিকেল পড়ুয়া। ভারতীয় সেনাবাহিনীর :অপারেশন গঙ্গা’ প্রকল্পের মাধ্যমেই ফেরানো হচ্ছে পড়ুয়াদের।

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ২১০ ভারতীয়কে নিয়ে ফিরল বায়ুসেনার বিমান। এরা সকলেই ইউক্রেনের সীমানা পার হয়ে রোমানিয়ার বুখারেস্টে আশ্রয় নিয়েছিলেন। রবিবার সকালে তাঁদের নিয়ে দিল্লির কাছে হিন্দন ঘাঁটিতে নামল বিমান। শনিবারও রাত সাড়ে আটটা নাগাদ ইউক্রেনে পড়তে যাওয়া ১৮৩ পড়ুয়া দেশে ফিরেছিলেন ।

 

এদিকে ভারতীয়রা যাতে দ্রুত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে যেতে পারেন সে ব্যাপারে উদ্যোগী হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট স্বয়ং। তাই আগামী সপ্তাহের মধ্যে স্টারলিঙ্কের আরও একাধিক টার্মিনাল তৈরি করা হবে। স্পেস এক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে এ ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা হয়েছে বলে জানা গিয়েছে।

 

Previous articleRussia-Eucraine War : যুদ্ধের জের, বিয়ের মাসেই চড়চড়িয়ে বাড়ছে সোনা-রুপোর দাম
Next articleRussia-Eucraine : শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী খুন, দায় নিয়ে চাপানউতোর ইউক্রেন- রাশিয়ার