Wednesday, August 27, 2025

Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

ছাত্র বিক্ষোভের জেরে কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত বিশ্বভারতী (Visvabharati)চত্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ। এই বিষয়ে বীরভূমের (Birbhum) পুলিশ (Police) সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

অচলাবস্থা কাটানোর বিষয়ে হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলার শুনানিতে পড়ুয়ারা অভিযোগ করেন, ক্লাসরুমে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ক্লাসরুমে তালা দিয়ে রেখে পঠনপাঠনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাধার সৃষ্টি করছে কি না? যদি ঘর বন্ধ করে রাখা হয় তা হলে কেন দেওয়া হয়েছে? সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি।

আদালতের নির্দেশ মেনে আইন মোতাবেক এবং পুলিশকে জানিয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করছে বলে শুনানিতে ছাত্রদের তরফে বলা হয়। মামলাকারীর আইনজীবীদের তরফে অভিযোগ, জেলাপুলিশ সব দেখেও নীরব। আদালতে এই বিষয়ে মামলা দায়ের হওয়ার পরে প্রথম শুনানিতে আদালত বলে, আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সকলেরই রয়েছে। তবে তা শান্তিপূর্ণ পথে করতে হবে। আন্দোলনের জেরে কোনওভাবেই পঠনপাঠনের যেন ক্ষতি না হয়। ১০ দিনের মধ্যে একইসঙ্গে পড়ুয়াদের দাবিগুলি হলফনামার আকারে জমা দিতে বলা হয়েছিল।

এদিন শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে বীরভূমের পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:৩১ মার্চ রাজ্যসভার ১৩ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version