Sunday, November 9, 2025

Russia-Eucraine : ১২ দিনে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

Date:

Share post:

ফের যুদ্ধবিরতি । সোমবার দুপুর ১২.৩০ থেকে শুরু হবে যুদ্ধবিরতি। ১২ দিনে এ নিয়ে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। জানা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর বিশেষ অনুরোধেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বেলা ১২.৩০ টা থেকে খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ বিরতির সময় হিউম্যান করিডোর অর্থাৎ মানবিক পথ তৈরি করে যুদ্ধবন্দিদের, বিদেশিদের , শিশু -মহিলা -বৃদ্ধদের , অসুস্থদের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করা হবে।

গতকাল অর্থাৎ রবিবারও কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক মহলের মতে এভাবে একদিন করে করে ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন নিরীহ নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চাইছেন।

আন্তর্জাতিক মহলের চাপে পড়ে পুতিন কিছুটা মানবিক হওয়ার চেষ্টা করছেন। সমালোচকরা অন্তত তেমনটাই মনে করছেন। কারণ পুতিন আগেই ঘোষণা করেছেন যে , জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত রাশিয়ার আক্রমণ চলবেই । আর সেই সঙ্গেই রোজই কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি। অর্থাৎ সমালোচকরা মনে করছেন পুতিন এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে তার বিদ্রোহ ইউক্রেনের প্রেসিডেন্ট -এর বিরুদ্ধে নিরীহ-নিরাপরাধ ইউক্রেন বাসীর বিরুদ্ধে নয়।

 

 

যদিও ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণাকে আমল দিতে চাইছে না । ইউক্রেনের মতে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া । আর তারপরেই দ্বিগুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনা। নিরন্তর হত্যালীলা -ধ্বংসলীলা চালাচ্ছে ইউক্রেনের একের পর এক শহরে। রুশ সেনাবাহিনীর তাণ্ডব থেকে বাদ যাচ্ছেন না শিশু এবং মহিলারাও । ইউক্রেনের প্রেসিডেন্ট -এর মতে রাশিয়ার এই যুদ্ধবিরতি অভিনয় । এর কোনো গুরুত্বই নেই ।

সোমবার দিন সকালেই খারকিভ -এ অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু চুল্লিতে গোলাবর্ষণ করেছে রাশিয়া । এখনো সেখানে আক্রমণ চলছে । তাহলে কীসের যুদ্ধবিরতি ? এই যুদ্ধবিরতি মূল্যহীন । দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের।

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...