Monday, May 5, 2025

মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

Date:

Share post:

জল্পনা একটা ছিলই, এবার তা সত্যি হল। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্য কমিটির বর্ধিত বৈঠকেই তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বঙ্গ বিজেপির বিদ্রোহী নেতা জয়প্রকাশ মজুমদার ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। এবং মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী জয়প্রকাশ মজুমদারকে রাজ্য কমিটির সহ-সভাপতি ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জয়প্রকাশ বিজেপিতে যে পদে ছিলেন, তৃণমূলে সেই পদে থেকেই কাজ করবেন।

তৃণমূলে যোগ দিয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জয়প্রকাশ মজুমদার বলেন, ”তৃণমূল পরিবারের সদস্য হয়ে ভালো লাগছে। যেভাবে নেত্রী তাঁকে যোগদান পর্বেই সম্মান দিলেন, তাতে আমি আপ্লুত। আমাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছর। দলের নির্দেশ মেনে আগামিদিনে কাজ করবো।”

আরও পড়ুন:TMC Committee: তৃণমূলে নয়া কমিটি ঘোষণা মমতার, এক নজরে কে কে আছেন তালিকায়

এরপরই তাঁর পুরোনো দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “রাজ্যের সব মানুষ এখন তৃণমূলের সঙ্গে। অন্যদিকে বিজেপিতে পচন ধরেছে। মানুষ তাদের সঙ্গে নেই। বিজেপি যেভাবে পুরনোদের অসম্মান করে নতুনদের নিয়ে নাচানাচি করছে তাতে এই দল খুব দ্রুত বাংলার বুক থেকে উঠে যাবে। দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় কেউই স্বস্তিতে নেই বিজেপিতে।”

দল পরিবর্তনের বিষয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠায় জয়প্রকাশ মজুমদার বলেন, “আমি একেবারেই নৈতিক কাজ করেছি। আমি কোনও দলে না থাকা অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছি। অনেক আগেই বিজেপি আমাকে তাড়িয়ে দিয়েছে। সাসপেন্ড করার পর বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। এবার তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে চাই।”

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...