ফের সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ইউক্রেনে থাকা সাধারণ মানুষ যাতে নিরাপদ জায়গায় সরে যেতে পারেন, তার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, সুমি ছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের পড়ুয়াদের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্য এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে।

In order to conduct a humanitarian operation, from 10:00am. (Moscow time) on March 8, the Russian Federation declares ceasefire and is ready to provide humanitarian corridors, says Russian Embassy in India#RussiaUkraine pic.twitter.com/b7taT6gq6V
— ANI (@ANI) March 8, 2022
আরও পড়ুন:International Women’s Day:আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছা মোদি-মমতার
দিন দু’য়েক আগে মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র অনুরোধেই এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর সময় অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে কিভ, চেরনিহিভ, খারকিভ, সুমি ও মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
যদিও এই যুদ্ধবিরতি রাশিয়ার একটা ‘নাটক’ বলেই দাবি ইউক্রেনের। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভ-সহ বহু শহরে। প্রাণ হারিয়েছেন বহু।