Saturday, November 8, 2025

ইউক্রেন যুদ্ধের জের, ধাক্কা খেতে পারে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি

Date:

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতির জেরে এবার প্রতিরক্ষা(defence ministry) ক্ষেত্রে বড় সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারতের। আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধের জেরে রাশিয়া(Russia) থেকে ভারতের যুদ্ধবিমান ট্যাংক ও সাঁজোয়া গাড়ির যন্ত্রাংশ সরবরাহ বড়সড় ধাক্কা খেতে পারে।

বহু বছর ধরে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল ভারত(India)। সেনাবাহিনীর অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক, মিগ-২৯ ও সুখোই সিরিজের যুদ্ধবিমানগুলি রাশিয়ার থেকে কেনা। রাশিয়ার সঙ্গে চুক্তি মাফিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বহু অস্ত্র দেশে তৈরি করে ভারত। সবচেয়ে বড় কথা এই সমস্ত অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অনেকটা অংশই আনা হয় রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধের জেরে সেই প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করছে প্রতিরক্ষামন্ত্রক। আটকে যেতে পারে রাশিয়া থেকে ‘৯কে ৩৮ ইগলা’ অতি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানির প্রক্রিয়াও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, নিকট ভবিষ্যতে সেনার প্রয়োজন মেটানোর মতো টি-৯০ ট্যাঙ্ক ও মিগ-২৯-এর স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশ মজুত করা রয়েছে। কিন্তু আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে রাশিয়া থেকে যন্ত্রাংশ আমদানি করা কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুন:মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

এদিকে বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে দীর্ঘ আলোচনার পর কেএ-২২৬টি সামরিক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শ্লথ করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। তবে রাশিয়ার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতিতেও অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহে কোনও সমস্যা হবে না।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version