Thursday, August 21, 2025

Ukraine Russia War: ‘রাশিয়াকে জঙ্গি দেশের স্বীকৃতি দিন’, দাবি ইউক্রেন প্রেসিডেন্টের

Date:

‘রাশিয়াকে অবিলম্বে জঙ্গি দেশ হিসেবে স্বীকৃতি দিন।’ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এমনই দাবি করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিন তিনি একটি ভার্চুয়াল বক্তব্যে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ বাড়ান এবং অনুগ্রহ করে এই দেশটিকে সন্ত্রাসী দেশ হিসেবে স্বীকৃতি দিন। দয়া করে নিশ্চিত করুন যে আমাদের ইউক্রেনীয় আকাশ নিরাপদ। অনুগ্রহ করে নিশ্চিত করুন ইউক্রেনের গৌরব এবং যুক্তরাজ্যের গৌরবের বিষয়টি ”।

আরও পড়ুন:সম্প্রীতির নজির! পাক মহিলা ও ৯ বাংলাদেশিকে উদ্ধার করল ‘অপারেশন গঙ্গা’
রুশ হামলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। তবুও এদিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণে ৪৪ বছরের প্রসিডেন্ট সকলের সামনে বলেন, “আমরা হাল ছাড়ব না, আমরা হার মানব না, শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, এবং আমরা জয়ী হব”। তাঁর এই বক্তৃতা বহুল প্রশংসা অর্জন করেছে। সেই সঙ্গে তিনি রাশিয়াকে দমন করার জন্য ব্রিটেনের কাছেও সাহায্য প্রার্থনা করেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর থেকেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রেখে চলেছেন, সেই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলেন। ইতিমধ্যেই ইউক্রেনকে সাহায্যার্থে এগিয়ে এসেছে পশ্চিমী দেশগুলি। রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকাও। এদিনের ভাষণে জেলেনস্কি বলন, রাশিয়ার ওপর অন্যান্য দেশের নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানাই। তবে এটি যথেষ্ট নয়। ইউক্রেনের ওপর একটি নো-ফ্লাই জোন থাকা দরকার।’ সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আইসিসির যুদ্ধাপরাধের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এটি যথেষ্ট নয়। সন্ত্রাসবাদী দেশ হিসাবে তকমা পাক রাশিয়া’।

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version