Friday, August 22, 2025

Mamata: বঞ্চিত বাংলা: রাজ্যের অপ্রাপ্তি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

অধিবেশনে বাজেটে পেশ হওয়ায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamatta Banerjee)। শুক্রবার, ফের তিনি অভিযোগ করেন, এখনও রাজ্যের প্রাপ্য ৯০হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। “ঘূর্ণিঝড় বুলবুলের ৬ হাজার ৩৩৪ কোটি টাকা, আমফানের ৩২ হাজার ৩১০ কোটি টাকা এবং ইয়াসের জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪ হাজার ২২২ কোটি টাকা পায় রাজ্য।“

এর পাশাপাশি, ড্রেজিং নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ডিভিসি গঙ্গা-হলদিয়া ড্রেজিং করেনি। ফরাক্কায় টাকা দেয়নি। “সব গঙ্গায় চলে যাচ্ছে।“ ঘাটাল মাস্টারপ্ল্যান পড়ে রয়েছে। কেন্দ্র একটি টাকাও দিচ্ছে না। কোনও কাজও করছে না।

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, ব্যাঙ্কে যে টাকা মানুষ রাখছেন তা আদৌ ফেরত পাওয়া যাবে কি না নেই। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটযন্ত্র কারচুপি করে কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪-এ কী হবে কেউ জানে না! “২ বছর পর আমি বেঁচে থাকব কি না আমি বলতে পারব? অমিতদা বলতে পারবেন অমিতদা বেঁচে থাকবেন কি না, চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কি না!“

আরও পড়ুন:কোভিডকালেও বেড়েছে রাজস্ব আদায়, বাজেট বরাদ্দ ৮ গুণ বৃ্দ্ধি, জোর সামাজিক প্রকল্পে: মুখ্যমন্ত্রী

বাজেট পরার সময় বিজেপির গোলমালেরও তীব্র নিন্দা করেন মমতা। বলেন, “বাজেটটা পর্যন্ত পড়তে দিচ্ছে না। আমি সাতবারের সাংসদ ছিলাম। আমি ২টো জেনারেল রেল বাজেট, ৭-৮টা সাপ্লিমেন্টারি বাজেট পাশ করেছি। আমি কখনও এরকম দেখিনি। কিছু করার ক্ষমতা নেই। খালি হইহই।“

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version