Tuesday, November 18, 2025

Tele Academy Award: টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সম্মানিত একঝাঁক টলি তারকা

Date:

নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award) । ছোটপর্দায় বিনোদন জগতের  কলাকুশলীদের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বারুইপুরে টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সের (Tele Academy Complex)উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benarjee)। বৃহস্পতিবার, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award) এর মঞ্চ থেকেই টেলিভিশন জগতের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী(CM)। পাশাপাশি এই মঞ্চ থেকেই টেলি (Television) দুনিয়ার তারকাদের পুরস্কার ও কাজের স্বীকৃতি দেওয়া হয়।

জিতেও যোগী শাহের কাঁটা, ২৪-এ মোদির জায়গায় ‘বুলডোজার বাবা’কে চাইছে ‘ভক্তকূল’

এই বছর মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বিনোদন জগতে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে শকুন্তলা বড়ুয়াকে সম্মান জানানো হয়। সেরা শিশু শিল্পী থেকে শুরু করে বর্ষীয়ান জুটি সব বিভাগেই পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে।এই বছর টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা সঞ্চালকের (নন ফিকশন) পুরস্কার পেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেরা শিশু অভিনেতা – মেঘন চক্রবর্তী

সেরা অভিনেত্রী – সৌমিতৃষ্ণা কুন্ডু (মিঠাই) ও সোনামনি সাহা(মোহর)

সেরা অভিনেতা – অদৃত রায় (মিঠাই) ও প্রতীক সেন(মোহর)

সেরা সহ অভিনেতা – বিশ্বজিৎ চক্রবর্তী (মিঠাই)ও টোটা রায়চৌধুরী (শ্রীময়ী)

সেরা সহ অভিনেত্রী – আর্যা ব্যানার্জি ও লাবনী সরকার

সেরা অভিনেতা – খল চরিত্র- দেবজ্যোতি রায়চৌধুরী

সেরা অভিনেত্রী – খল চরিত্র – উষসী চক্রবর্তী

সেরা জুটি- ‘মন ফাগুন’ সিরিয়ালের জন্য শন ব্যানার্জী ও সৃজা গুহ এবং ‘খড়কুটো’ সিরিয়ালের জন্য তৃণা সাহা ও কৌশিক রায়।

সেরা মা – সুভদ্রা মুখোপাধ্যায়

সেরা কৌতুক অভিনেতা – অম্বরীশ  ভট্টাচার্য্য, অসীম রায়চৌধুরী

সেরা কৌতুক অভিনেত্রী – অন্বেষা হাজরা

সেরা বয়স্ক জুটি – দুলাল লাহিড়ী ও রত্না ঘোষাল (খড়কুটো)

সেরা কাহিনীকার – লীনা গঙ্গোপাধ্যায়

সেরা পরিচালক – সৌমেন হালদার

সেরা প্রযোজক – স্নেহাশিস চক্রবর্তী

একটু ভিন্নধর্মী পুরস্কারের তালিকায় ছিল সবচেয়ে অনুপ্রেরণামূলক চরিত্র , আর এই বিভাগে তিনজন অভিনেত্রীকে সম্মানিত করা হয়, ইন্দ্রাণী হালদার (শ্রীময়ী) , সোলাঙ্কি রায় (প্রথমা কাদম্বিনী) ও শ্বেতা ভট্টাচার্য (যমুনা ঢাকি)।

অসাধারণ প্রত্যাবর্তন করার জন্য ঐন্দ্রিলা শর্মাকে বিশেষ সম্মান দেওয়া হয়।

পাশাপাশি ক্যামেরার আড়ালে থাকা কৃতিদেরও সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন আজকের দিনে টেলিভিশন বড় শিল্প। এর উপর অর্থনীতির বড় অংশ নির্ভর করে। মুখ্যমন্ত্রী কথায়, টিভি সিরিয়াল এখন শুধু আর নিছক বিনোদন নয়, মানুষের একাকীত্বকে দূরে সরিয়ে বাঁচার রসদের যোগান দেওয়া এক বন্ধু। টেলি জগতের সঙ্গে জড়িত সবার ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাস দিয়ে রঙিন বসন্তের আগাম শুভেচ্ছা দেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version