Tuesday, November 4, 2025

Kolkata Police : পথে আটক, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ড সৌমিক

Date:

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গাড়ি খারাপ হয়ে গিয়ে রাস্তায় আটকে পড়েছিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এক পুলিশ অফিসার । এই ঘটনায় অভিভূত সকলেই। আরো একবার কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল রাজ্যবাসী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১.৩৫ নাগাদ। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌমিক সেনগুপ্ত। সেই সময় ওয়্যারলেসে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজীব কুমার সিং। তিনি জানান, আরজিকর রোডের উপর একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছে। গাড়িতে রয়েছেন দুই মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের এক অভিভাবক। এদিকে হাতেও সময় কম। পরীক্ষা শুরু হতে বাকি রয়েছে আর মাত্র মিনিট দশেক। ১১.৪৫-এর মধ্যে পৌঁছতেই হবে ডাফ স্ট্রিটের সেন্ট মার্গারেট স্কুলে। নাহলে আর পরীক্ষা দেওয়া হবে না দুই ছাত্রীর।

কিন্তু কীভাবে তা সম্ভব? তাহলে কী এ বছর তাদের আর মাধ্যমিক পাশ করা হবে না ! আর কোনও উপায় না দেখে আতঙ্কে ভয়ানক কান্নাকাটি শুরু করে দিয়েছিল দুজনেই। সঙ্গের অভিভাবকরাও দিশাহারা।

 

 

সব শুনে বিন্দু মাত্র সময় নষ্ট না করে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সৌমিক। নিজের গাড়িতে তুলে নেন তিনজনকেই এবং তাঁদের পৌঁছেও দেন পরীক্ষাকেন্দ্রে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। কৃতজ্ঞ ছাত্রী এবং তাদের অভিভাবকরাও। বিদায় জানিয়ে বেরোনোর আগে কলকাতা পুলিশের তরফে তাদের ‘বেস্ট অফ লাক’ জানাতেও ভোলেননি সৌমিক।

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version