Sunday, May 4, 2025

Mohunbagan: সামনেই মোহনবাগান নির্বাচন, বাগানের নতুন সচিব হচ্ছেন দেবাশিস দত্ত

Date:

সামনেই মোহনবাগান (Mohunbagan) নির্বাচন। নির্বাচন ঘিরে জমজমাট সবুজ-মেরুণ ক্লাব। শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের নতুন সচিব হচ্ছেন দেবাশিস দত্ত (Debashis Dutta)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবাশিসের প্যানেল ক্ষমতায় আসছে গঙ্গাপাড়ের ক্লাব প্রশাসনে। নির্বাচন উপলক্ষ্যে শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেবাশিসের নেতৃত্বে ২২ জনের কমিটি এদিন মনোনয়ন দাখিল করে। যার মধ্যে ১১ জন পদাধিকারী এবং বাকি ১১ জন কর্মসমিতির সদস্য। সূত্রের খবর, বিপক্ষে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছে দেবাশিসের নেতৃত্বাধীন নতুন কার্যকরী কমিটি।

সচিব পদে দেবাশিস ছাড়াও সহসচিব পদে এবারও নির্বাচিত হতে চলেছেন প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগানের ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়। প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর জায়গায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল সচিব পদে এবার দায়িত্ব নিচ্ছেন আর এক প্রাক্তন মানস ভট্টাচার্য। ফুটবল সচিব পদে স্বপন বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচিত হতে চলেছেন।

সচিব পদপ্রার্থী দেবাশিস বললেন, ‘‘এবার কোনও দল, উপদল হয়ে নয়। সবাই মিলে একসঙ্গে কাজ করব। কমিটির বাইরের লোকও ক্লাবের জন্য কাজ করবে। সাব কমিটি বা উপদেষ্টা কমিটি গড়ে অনেক মানুষকে আমরা ক্লাবের কাজে যুক্ত করতে চাই। হকি, টেনিসের মতো যে সমস্ত খেলা বন্ধ আছে, সেগুলোও শুরু করতে চাই। মোহনবাগান ক্লাবকে আমরা মাত্রায় নিয়ে যেতে যাই।’’ এদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই মোহনবাগান তাঁবুর বাইরে উত্তেজনা ছিল। পরে পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। আহত হন কয়েকজন। তবে ক্লাব কর্তা দেবাশিস দত্ত বললেন, ‘‘এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই। সর্বসম্মতিক্রমে প্যানেল জমা পড়ছে। সেখানে কীসের ঝামেলা? এটা সম্পূর্ণ বাইরের ঘটনা। পুলিশ ঘটনা খতিয়ে দেখবে।’’

একনজরে নতুন কমিটি ২০২১-২৪

১) দেবাশিস দত্ত সচিব
২) সত্যজিৎ চট্টোপাধ্যায় সহসচিব
৩) উত্তম কুমার সাহা কোষাধ্যক্ষ
৪) মুকুল সিনহা অর্থসচিব
৫) স্বপন বন্দ্যোপাধ্যায় ফুটবল সচিব
৬) মহেশ টেকরিওয়াল ক্রিকেট সচিব
৭) শুভাশিস পাল হকি সচিব
৮) সন্দীপন বন্দ্যোপাধ্যায় টেনিস সচিব
৯) তন্ময় চট্টোপাধ্যায় মাঠ সচিব
১০) দেবাশিস মিত্র অ্যাথলেটিক সচিব
১১) মানস ভট্টাচার্য ইয়ুথ ফুটবল সচিব
১২) রঞ্জন বোস কার্যকরী কমিটি
১৩) সমীর চট্টোপাধ্যায় কার্যকরী কমিটি
১৪) পার্থজিৎ দাস কার্যকরী কমিটি
১৫) দেবাশিস চট্টোপাধ্যায় কার্যকরী কমিটি
১৬) চিন্ময় চট্টোপাধ্যায় কার্যকরী কমিটি
১৭) পিনাকি রঞ্জন দাস কার্যকরী কমিটি
১৮) দেবাশিস রায় কার্যকরী কমিটি
১৯) সোমেশ্বর বাগুই কার্যকরী কমিটি
২০) দেবপ্রসাদ মুখোপাধ্যায় কার্যকরী কমিটি
২১) সম্রাট ভৌমিক কার্যকরী কমিটি
২২) সাত্যকি দে কার্যকরী কমিটি

আরও পড়ুন:Sushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version