Monday, November 10, 2025

১৭ দিনে পা রাখল ইউক্রেন- রাশিয়া যুদ্ধ (Ukraine-Russia War) । যুদ্ধ থামার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না । রক্তক্ষয় -প্রাণহানিরও কোনো শেষ নেই। এদিকে আলোচনার পথও বন্ধ নেই । মাত্র দু’দিন আগেই চতুর্থ দফায় (Fourth Round Meeting) বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি । তবে আন্তর্জাতিক মহলের চাপে আবারো মুখোমুখি হতে চলেছে দুই দেশ। সম্ভবত আজ শনিবার কিংবা আগামিকাল রবিবার পঞ্চম বৈঠকের আয়োজন হতে পারে।

 

চতুর্থ দফায় বৈঠক বসেছিল তুরস্কে। ইউক্রেনের বিদেশমন্ত্রী এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সমাধান সূত্র খোঁজার জন্য দীর্ঘক্ষণ বৈঠক করেন। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার দু’দেশের বিদেশমন্ত্রী বৈঠকে বসলেন । কিন্তু কোনো লাভ হল না। চতুর্থ বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র।

যদিও রাশিয়ার দাবি তাদের তরফে বৈঠক সদর্থক ছিল কিন্তু ভেস্তে গেল ইউক্রেনের জেদের জন্য। এদিকে বৈঠক শেষে ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধে কিভ-খারকিভে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সম্পত্তিহানি হয়েছে । অসংখ্য শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে । এর দায় রাশিয়াকেই নিতে হবে। সেইসঙ্গে ইউক্রেন দাবি জানিয়েছিল স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে মারিউপোলে হিউম্যান করিডোর তৈরি করে নিরীহ নাগরিকদের মুক্তির পথ করে দিতে হবে। কিন্তু জানা গিয়েছে রাশিয়া এই দাবি নস্যাৎ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সমাধান সূত্র অধরা রইল চতুর্থ বৈঠকে। এখন সকলের নজর পঞ্চম বৈঠকের দিকে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version